মানব পিরামিড

Print Friendly, PDF & Email
মানব পিরামিড
লক্ষ্য:

এটি একটি চিত্তাকর্ষক দল গঠন করার খেলা যাতে বাচ্চাদের অভিনব কাজ করার ক্ষমতা এবং প্রত্যুৎপন্নমতিত্ব প্রকাশ পায়।

প্রাসঙ্গিক মূল্যবোধ:
  • সতর্কতা
  • দলের বন্ধন
  • উপস্থিত বুদ্ধি
  • উদ্যোগী হওয়ার ক্ষমতা
প্রয়োজনীয় সামগ্রী:

Paper, Pencil/Pen

প্রস্তুতি:

শব্দের তালিকা– পিরামিড, ক্রস, ত্রিশূল, তারা, স্বস্তিক, ডমরু, গাছ, চাঁদ, পর্বত, বাঁশি ইত্যাদি।

কেমন করে খেলবে:
  1. গুরু তালিকা থেকে একটি শব্দ বলবে (যেমন পিরামিড)
  2. সব বাচ্চারা একসাথে এমন ভাবে নিজেদের গঠিত করবে যেন একটি মানব পিরামিড তৈরী হয়।
  3. প্রত্যেকটি বাচ্চা এই মানব পিরামিডের অংশ হবে।
  4. গুরু এক এক করে তালিকা থেকে শব্দ বলতে থাকবেন এবং এইভাবেই খেলাটি চলতে থাকবে।
গুরুদের জন্য পরামর্শ:

প্রত্যেকটি গঠনের পর প্রাসঙ্গিক প্রশ্ন করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।