সমবেত কার্য
সমবেত কার্য
আমি কে
উদ্দেশ্য:
এই খেলাটিতে ছাত্র ছাত্রীদের মন দিয়ে শুনতে হবে, যাতে তারা উপযুক্ত প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। সঠিক উত্তর লাভ করার জন্য এই পরস্পরের সঙ্গে সম্পর্কিত প্রশ্নগুলি করতে হবে। এর দ্বারা তারা মহান সন্ন্যাসী ও অন্য মহাত্মাদের সম্বন্ধে কতটা জানে তার মূল্যায়ন করা যাবে।
সম্পর্কিত মূল্যবোধগুলি:
- একাগ্রতা
- স্মৃতি
- মনোযোগ
প্রস্তুতি
গুরুকে দেবতা/ মহাপুরুষ/মহান ব্যক্তির নাম লেখা কয়েকটি ছোট, ছোট চিরকুট তৈরী করতে হবে।
কিভাবে খেলতে হবে
- ক্লাসটিকে দুভাগে ভাগ করতে হবে।
- গুরু একটি দলকে একটি চিরকুট দেবেন (যেমন বিবেকানন্দ)
- ‘ক’ দলের একটি সদস্য তাদের চিরকুটে যাঁর নাম লেখা আছে ,তাঁর সম্বন্ধে একটি সূত্র দেবে।
- ‘খ’ দলকে বুদ্ধিযুক্ত প্রশ্ন করে তিনি কে তা খুঁজে বার করতে হবে।
- খেলাটির নিয়ম হলো প্রশ্নগুলির উত্তর শুধু হ্যাঁ বা না হবে।
- গুরু একটি উদাহরণের সাহায্যে খেলাটি বোঝাবেন।:
- ক) মহাপুরুষ।
- খ) জীবিত না মৃত? (প্রশ্নটি খেলার নিয়ম মেনে হয়নি তাই ‘ক’ এদের উত্তর দেবার দরকার নেই।)
- খ) জীবিত?
- ক) না।
- খ) উনি কি উত্তর ভারতের লোক?
- ক) হ্যাঁ।
- খ) নারী?
- ক) না।
- খ) তিনি কি ভারতের বাইরে ভ্রমণ করেছেন?
- ক) হ্যাঁ।
- খ) তিনি কি বাংলার মানুষ?
- ক) হ্যাঁ।
- খ) তিনি কি স্বামী বিবেকানন্দ?
- ক) হ্যাঁ। সঠিক উত্তর।
- এইভাবে দলের ভূমিকা বদল করে করে খেলা চলবে।
- এবার গুরু ‘খ’ দলকে চিরকুট দেবেন এবং ‘ক’দলকে নামটি অনুমান করতে হবে!