কর চরণ শ্লোক – কার্যক্রম

Print Friendly, PDF & Email
কর চরণ শ্লোক – কার্যক্রম
কার্যক্রম : বিছানায় ঘুমোতে যাবার আগে চিন্তন।

প্রিয় শিশুরা, দিনের শেষে তোমরা কী করো? দিনটি কেমন কাটলো? তোমরা কী কী করলে? কী কী ভালো কাজ করলে তোমরা? জেনে বা না জেনে ভুল ক’রে কাউকে আঘাত দিয়েছে কি? কাকে তুমি এসব বলবে? তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে তুমি এসব নিয়ে কথা বলতে পারো। তুমি কি জানো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু কে? হ্যাঁ, তিনি হলেন ভগবান। তিনিই তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। ভগবান সর্বদা তোমার সাথে থাকবেন ও কখনোই তোমাকে ছেড়ে যাবেন না। তোমার সব কথা শোনার জন্য তিনি বর্তমান আছেন। দিনের শেষে তখন তুমি বিছানায় ঘুমোতে যাও, তখন তোমার সারাদিনের কাজের কথা তুমি ভগবান কে বলতে পারো। সমস্ত ভালো কাজ, যা তোমাকে আনন্দ দিয়েছে, সেগুলির কথা তুমি ভগবানকে বলতে পারো। সারাদিন তুমি কী কী ভুল কাজ করেছ, তা তুমি ভগবানকে বলতে পারো। যে কোন ভাষাতেই তুমি ভগবানের সাথে কথা বলতে পারো কারণ একটি ভাষাই বর্তমান, তা হ’ল হৃদয়ের ভাষা। ভগবান সর্বদা তোমাকে পথ দেখাবেন ও তুমি একটি সুগন্ধি ফুলে পরিণত হবে, যা সর্বদা সুগন্ধ ছড়াবে। প্রতিদিন বিছানায় ঘুমোতে যাবার আগে কীভাবে সারাদিনের কাজকর্মের ওপর চিন্তা করতে হবে, তা গুরুরা ব্যাখ্যা করবেন। নীচের ছবিটি ব্যবহার করা যেতে পারে :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।