জগদীশ্বরী জয় মাতা ভবানী

Print Friendly, PDF & Email

Lyrics

Tunes

Meaning

Conversation

Raga

Mandir-version

কথা
  • জগদীশ্বরী জয় মাতা ভবানী
  • করুণা লাবন্য অখিলন্ডেশ্বরী
  • জগদীশ্বরী জয় মাতা ভবানী
  • হে শিব শঙ্করী ত্রিলোক পালিনী
  • শরণাগত পরিপালিনী মাতা
অর্থ

সমগ্র বিশ্বব্রহ্মান্ডের মাতা হলেন মা ভবানী। তিনি তিন জগৎকে পালন করেন, তিনি সহানুভূতিশীল, দয়াময়ী ও সুন্দরী। তিনি শিবের পত্নী ও যারা তার চরণে নিজেদের সমর্পণ করতে পারেন তাদের জীবনের সম্পূর্ণ ভার তিনি গ্রহণ করেন।

ব্যাখ্যা
জগদীশ্বরী জয় মাতা ভবানী জগৎজননী মা, সমস্ত প্রাণীকূলের জীবনী শক্তি, যিনি প্রেম ও শান্তির অনন্ত ভান্ডার, সেই জগদীশ্বরী মায়ের জয় হোক।
করুণা লাবন্য অখিলন্ডেশ্বরী হে দিব্য মাতা! তুমি সবচেয়ে দয়াময়ী ও সুন্দরী। আপনি হলেন সেই পরম শক্তি যিনি সমগ্র বিশ্বব্রহ্মান্ডকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন।
জগদীশ্বরী জয় মাতা ভবানী জগৎজননী মা, সমস্ত প্রাণীকূলের জীবনী শক্তি, যিনি প্রেম ও শান্তির অনন্ত ভান্ডার, সেই জগদীশ্বরী মায়ের জয় হোক।
হে শিব শঙ্করী ত্রিলোক পালিনী হে দিব্য মাতা, শিবের পত্নী! আপনি সকল শুভত্ব ও ভালত্বের উৎস, আপনি হলেন সেই পরম এক যিনি ত্রিভুবনকে রক্ষা করেন।
শরণাগত পরিপালিনী মাতা হে মাতা! তুমি হলে সেই পরম এক যিনি সেই সকল মানুষদের প্রতিপালন ও রক্ষা করেন যারা আপনার চরণে সম্পূর্ণ ভাবে নিজেদের সমর্পণ করেছেন।

রাগ: মূলত হংস বিনোদিনী রাগ নির্ভর

শ্রুতি: C# (পঞ্চম)

তাল: কাহার্বা অথবা আদিতাল – ৮ মাত্রা

ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি

Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_12/01SEPT14/Jagadeeshwari-Jaya-Mata-Bhavani-radiosai-bhajan-tutor.htm

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।