জগন্নাথ পুরী

Print Friendly, PDF & Email
জগন্নাথ পুরী


যে সময় রাজা ইন্দ্রদ্যুম্ন এই দেশের বৃহদাংশ জুড়ে রাজত্ব করতেন, এই কিংবদন্তি সেই সময় থেকে প্রচলিত। একদিন রাত্রে, ভগবান তাঁর স্বপ্নে দেখা দিয়ে তাঁকে আদেশ করেন একটি মন্দির নির্মাণ করতে। এই ভক্ত রাজা তাঁর সময় , অর্থ ও শক্তি দিয়ে এই রাজকীয় মন্দিরটি নির্মাণ করেন। তিনি আবার স্বপ্ন দেখেন, এবং ভবিষ্যদ্বাণী অনুযায়ী সমুদ্রতটে একটি ভাসমান কাঠের টুকরো পান। এবার, নতুন সমস্যা দেখা দেয়। কে এই কাঠ খোদাই করে মূর্তি বানাবে? একজন অদ্ভূত বৃদ্ধ ব্যক্তি রাজার সামনে উপস্থিত হয়ে এই কাজের দায়িত্ব নিতে রাজী হন। ইনি আর কেউ নন, স্বয়ং দেবস্থপতি, বিশ্বকর্মা। তিনি একটি শর্ত রাখেন যে তাঁকে কাজের জন্য একটি ঘর দিতে হবে এবং কেউ যেন ২১ দিনের মধ্যে ওই ঘরের দরজা না খোলে। কিছুদিন, রাণী ভিতরে কাজ করার শব্দ পান, কিন্তু এক পক্ষকাল (১৫ দিন) বাদে, সব নিস্তব্ধ। রাণী অধৈর্য হয়ে যান এবং দরজা ভেঙ্গে ফেলেন, আর সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্যক্তিটি অদৃশ্য হয়ে যান তিনটি অসমাপ্ত মূর্তি – জগন্নাথ, তাঁর ভাই বলরাম ও ভগিনী সুভদ্রার মূর্তি, ঠিক যেই ভাবে আজ দেখি, ঠিক সেই অবস্থায় রেখে।

লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর পুরীতে যান রথযাত্রা উৎসবের সাক্ষী হতে, যখন সবকটি মূর্তি ষোলটি চাকাযুক্ত বিরাট কাঠের রথে করে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই যাত্রা কৃষ্ণের গোকুল থেকে মথুরা যাত্রার ঘটনা স্মরণ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: