ওম সর্বৈঃ শ্লোক – কার্যক্রম

Print Friendly, PDF & Email
ওম সর্বৈঃ শ্লোক – কার্যক্রম
কার্যক্রম : আনন্দময় জায়গায় লাফানোর খেলা
শিক্ষণীয় বিষয়:

সর্বদা সুখী থাকো।

প্রয়োজনীয় উপকরণ:

গান বাজানোর যন্ত্র (গুরু ভজন গাইতে পারেন) ও কিছু চক।

প্রস্তুতি:

কোন খোলামেলা জায়গায় এই খেলাটি ভালোমত খেলা যায়।

গুরু মেঝেতে দুটি পরস্পর মুখোমুখি বৃত্তের সাহায্যে একটি পথ আঁকবেন (ছবি দেখিয়ে)। পথটি অনেকগুলি ভাগে ভাগ করা থাকবে (প্রতি শিশুর মাথাপিছু একটি করে)। প্রতিটি ভাগে একটি করে হাসিমুখ ও দুঃখিত মুখের ছবি থাকবে (একটি হাসিমুখের পর একটি দুঃখিত মুখ – এইভাবে)।

গান শুরু হবার সাথে সাথে শিশুরা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ‌নির্দিষ্ট নিয়ম মেনে সেই পথ ধরে ঝাঁপাবে।

কোনভাবেই হাঁটা যাবে না, ‌দুটি পায়ের সাহায্যে একসঙ্গে লাফাতে হবে, ‌ভাগগুলির মধ্যে কোন ফাঁক থাকবে না। এক ভাগ থেকে অন্য ভাগে অনবরত ঝাঁপাতে হবে। এক ভাগে দুবার ঝাঁপানো যাবে না। কেউ নির্দিষ্ট ভাগের বাইরে ঝাঁপাবে না। দ্বিতীয় লাফটি অন্য ভাগে হ’তে হবে। ‌

গান থেমে যাবার সাথে সাথে যে যেই ভাগে ছিল, সেখানেই দাঁড়িয়ে যাবে।

দুঃখিত মুখ আঁকা স্থানে দাঁড়িয়ে থাকা শিশুরা খেলা চালিয়ে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত একজন শিশু থাকবে, ততক্ষণ খেলা চলবে। শেষ পর্যন্ত থাকা শিশুই হবে বিজয়ী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।