বুদ্ধ পূর্ণিমা

Print Friendly, PDF & Email
বুদ্ধ পূর্ণিমা

বৌদ্ধ ধর্মের প্রধান পবিত্র উৎসব হল বুদ্ধ জয়ন্তী, যা আবার বুদ্ধ পূর্ণিমা বলেও খ্যাত। এই উৎসব চতুর্থ চন্দ্র মাস অর্থাৎ বৈশাখ মাসের পূর্ণিমা (ইংরেজীর এপ্রিল বা মে মাস)। এই দিনটিতে বুদ্ধের জীবনের তিনটি বিশেষ ঘটনাকে স্মরণ করা হয়:

  • জন্ম
  • বোধি বা নির্বাণ লাভ
  • পরিনির্বাণ লাভ অর্থাৎ ৮০ বছর বয়সে দেহত্যাগ।

ভগবান বুদ্ধ রাজা শুদ্ধোধন ও মায়া দেবীর পুত্র। বুদ্ধদেব রূপানদেহী জেলার সুন্দর ও শান্ত লুম্বিনী এলাকায় একটি শাল বনে জন্ম নেন। নেপালের লুম্বিনীকে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো(UNESCO) তালিকা ভুক্ত করেছে।

বুদ্ধ মানে “যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন”। গৌতম বুদ্ধ শাক্যমুনি নামেও পরিচিত।

এটি বিশ্বাস করা হয় যে জন্মের সাথে সাথেই, সিদ্ধার্থ আকাশপানে অঙ্গুলি নিক্ষেপ করেন সাত পা উত্তরে হাঁটেন, যা এই বার্তা বহন করে যে “ উনিই এই জগতের মহত্তম এবং এটাই তাঁর শেষ জন্ম।

বুদ্ধের যখন ৮০ বছর বয়স, তখন তিনি তাঁর শিষ্য ও ভ্রাতা আনন্দকে বলেন যে খুব শীঘ্রই তিনি ওদের ছেড়ে চলে যাবেন। আর সেইমত এক পূর্ণিমার রাতে কুশিনগরে পচা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বুদ্ধ শাল গাছের নীচে গভীর ধ্যানে বসেন এবং এই পার্থিব শরীর ত্যাগ করেন। তাঁর শেষ কথাগুলি:

“সৃষ্ট সব কিছুই হ’ল অস্থায়ী; সচেতন হ’য়ে কঠোরভাবে চেষ্টা চালিয়ে যাও।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: