লোভ - Sri Sathya Sai Balvikas

লোভ

Print Friendly, PDF & Email
লোভ

লোভ মানুষের সর্বনাশের কারণ হয়, কারণ লোভ মানুষের বুদ্ধিকে পর্যন্ত নষ্ট করে দেয়। লোভেরই প্রকাশ হচ্ছে কৃপণতা। অর্থাৎ যারা টাকা রোজগার করে শুধুমাত্র নিজের জন্যে এবং লোভ এমনইভাবে বুদ্ধিহীন করে দেয়, যে টাকাটা তারা রোজগার করেছে, সেই টাকাটাকে তারা ঠিকমতো ব্যবহারও করতে পারে না। প্রসঙ্গতঃ, বলে রাখা ভাল—গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, “ঈশ্বরকে না জেনে যে জীবন খরচ করছে সেই হল প্রকৃত কৃপণ” অর্থাৎ এই জীবনের মত অসীম মূল্যবান জিনিসটাকে তার প্রকৃত সার্থক প্রয়োগ অর্থাৎ ঈশ্বরকে জানার চেষ্টায় খরচ না করে যে অন্য কিছুর জন্য খরচ করছে সেই হচ্ছে প্রকৃত কৃপণ।

যাই হোক, তোমাদের এখানে দু’জন কৃপণের কথা বলি। এরা ভীষণ কিপ্টে, গ্রামের সবাই জানতো এরা কিপ্টে। দুই ভাই, বড় ভাইকে সবাই ডাকত কিপ্টে বলে, ছোট ভাই আবার বড় ভাইকে ছাড়িয়ে যেত। ছোট হলেও তাকে সবাই বলতো বড় কিপ্টে অর্থাৎ বড় ভাই হচ্ছে কিপ্টে আর ছোট ভাই হচ্ছে বড় কিপ্টে।

এরা এত কৃপণ ছিল যে, পুজোর ‘নৈবেদ্য’ দিয়েই সঙ্গে সঙ্গে তা তুলে নিতো। কেন বলতো ? এর একটা কারণ ছিল নিশ্চয়ই। কি কারণ আন্দাজ করো—আচ্ছা বেশ, আমি বলি, এর দুটি কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে, যে এরা পুজোর ‘নৈবেদ্য’তে যে মিষ্টি দিতো তাতে ভয় ছিল কারণ পিঁপড়ে ধরে যাবে। পিঁপড়ে হয়তো দানার দানা একটু একটু করে সরিয়ে ফেলতে পারে, সেটা তাদের কাছে একটা বিরাট ক্ষতি। পিপড়ের পেটে মিষ্টির একটা ছোট্ট অংশও চলে যাবে এটাও তাদের সহ্য হতো না তাই সেটাকে তাড়াতাড়ি তুলে নিতো।

Elder miser stung by a scorpion

আর ছোট ভাইয়ের ভয়ও ছিল, যে কি জানি ভগবানও যদি তাকে দেওয়া চিনি খেয়ে ফেলেন।

নাগ মহাশয়ের কথাটা মনে কর, পৃথিবী হচ্ছে আয়না, তুমি যেমনভাবে তাকে যা দেবে সেই ফেরত দেবে। এরা লোভী এইজন্য এরা ভগবানকেও লোভী মনে করত।

এই রকম দুই ভাইয়েরই জীবনে হঠাৎ একদিন একটা বিরাট ঘটনা ঘটে গেল। তাদের এক নিকট আত্মীয় মারা গেছেন এবং সেখানে না গেলেই নয়। দু’জনে মিলে অনেক আলোচনা করে ঠিক করল, যে দুজনেরই যাওয়ার দরকার নেই; একজন যাবে, ঠিক হল ছোট ভাই অর্থাৎ বড় কিপ্টে, সে যাবে আর বড় ভাই বাড়ীতেই থাকবে।

বড় কিপ্টে (ছোট ভাই) কিন্তু ট্রেনে বা বাসে বা অন্য কিছুতে করে গেল না। তার অন্য আত্মীয়রা পরের দিন সকালবেলায় সবাই বাসে করে গেল। সে সেদিন রাত্রিবেলায় যাত্রা শুরু করল কিন্তু বাসে করে যাওয়ার অনর্থক খরচা না করে হেঁটেই গেল, পনের, কুড়ি মাইল মাত্র রাস্তা।

সে বেরিয়ে পড়ার পর বড় ভাই লক্ষ্য করল যে ছোট ভাই আলোটা নেভায়নি। সে তাড়াতাড়ি এসে আলোটা নিভিয়ে দিল। আলো নিভিয়ে দেওয়ার পর অন্ধকারে একটা বিছে বড় ভাইকে কামড়ে দিল ; আর বড় ভাই এই বিছের কামড়েতে ছটফট করতে লাগল।

ছোট ভাই খানিকদুর যাবার পর তার কি মনে হয়েছে সে বাড়িতে এল। ফিরে এসে দরজায় কড়া নেড়েছে, কড়াও খুব আস্তে আস্তে নাড়ত, যাতে বেশী ক্ষয়ে না যায়। বড় ভাই বলল, কি হল, তুমি ফিরে এলে?” সে বলল “না, আমি আলোটা নেভাতে ভুলে গিয়েছিলাম তাই আমি দেখতে এলাম আলোটা নিভিয়েছি কিনা।” বড় ভাইয়ের তখন সেই বিছে কামড়ানোর জন্য দারুণ যন্ত্রণা হচ্ছে, তারমধ্যেই সে উত্তর দিল, আরে তুমি কি আমায় এত বোকা পেয়েছে, আমি আলোটা তো নিভিয়ে নিশ্চয়ই দিয়েছি, আর তুমিই শুধু বোকার মত এতটা রাস্তা হেঁটে এলে ভেবে দেখতো, তোমার জুতোটা কতটা ক্ষয়ে গেল।” ছোট ভাই উত্তর দিল, “দাদা, আমিও বোকা নই, আমি জুতোটা বগলে নিয়েই বেরিয়েছি তার ক্ষইবার প্রশ্নই আসে না।

এই হচ্ছে লোভ। এই দুই ভাই আরও বেশী টাকা জমাবে বলে রাস্তায় পাথর, কাঁটা থাকা সত্ত্বেও খালিপায়ে যেতে রাজি আছে তবু চটি কেনার জন্য পয়সা খরচ করতে রাজি নয়। অন্ধকারে বিছের কামড় খেতে রাজি আছে কিন্তু আলো জ্বেলে এইসব শত্রুদের হাত থেকে নিজেদের বাঁচাতে রাজি নয়। এই রকমভাবেই লোভীর বুদ্ধি নাশ হয় এবং তাদের সর্বনাশ হয়।

প্রশ্নঃ
  1. দুই ভাই ভগবানের প্রতিও কিভাবে তাদের কৃপণতা প্রকাশ করতো?
  2. বাড়ীতে তারা কিরকম ভাবে কৃপণতা করতো?
  3. কিপ্টে কি করলো? বড় কিপ্টে কি মতলব করলো?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: <b>Alert: </b>Content selection is disabled!!