মুরলী মনোহর শ্যাম মুরারী

Print Friendly, PDF & Email

Lyrics

Tunes

Conversation

Raga

Mandir-version

কথা
  • মুরলী মনোহর শ্যাম মুরারী
  • গোপালা সাই গোপালা (২)
  • রাধা লোলা হরে গিরিধারী
  • গোপালা সাই গোপালা (২) ।।
অর্থ

হে গোপাল, তোমায় প্রণাম করি। বাঁশীর সুর তোমার প্রিয়। তুমিই রাধার প্রেমের ঠাকুর।।

ব্যাখ্যা
মুরলী মনোহর শ্যাম মুরারী হে নীলবরণ অপরূপ প্রভু! অধরে তোমার বাঁশী,অপূর্ব তোমার রূপ। তুমিই মূর নামক অসুরের বিনাশ করেছিলে! তুমিই সেই অসীম, যিনি পরম মনোহর এবং মায়ার বিনাশক।
গোপালা সাই গোপালা হে ভগবান, বৃন্দাবনের শান্ত গাভীগুলির রক্ষক! যতদিন না আমরা তোমার সঙ্গে এক হয়ে যাই, ততদিন তুমিই আমাদের আত্মার রক্ষক! তুমিই সেই একই কৃষ্ণ যিনি সাই কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন!
রাধা লোলা হরে গিরিধারী হে প্রভু! রাধার প্রাণপ্রিয়! রাধা তোমার সবথেকে বড় ভক্ত! তুমিই তোমার ভক্তদের রক্ষা করতে গোবর্ধন গিরিকে তুলে ধরেছিলে! তুমিই আমাদের সনাতন রক্ষক! তোমার প্রতি রাধার যে প্রেম, তেমনই প্রেম আমাদের দিয়ে তুমি আমাদের আশীর্বাদ কর!
গোপালা সাই গোপালা হে প্রভু,তুমিই বৃন্দাবনের শান্ত গাভীগুলির রক্ষক! যতদিন না আমরা তোমার সঙ্গে এক হয়ে যাই, ততদিন তুমিই আমাদের আত্মাকে রক্ষা কর! তুমিই সেই এক কৃষ্ণ যিনি সাই কৃষ্ণের রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছেন!

রাগ: সিন্ধুভৈরবী

শ্রুতি: E (পঞ্চম)

তাল: কাহারবা বা আদিতাল — ৮ মাত্রা।

ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি

Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_14/01AUG16/Radio-Sai-Bhajan-Tutor-Murali-Manohara-Shyam-Murari.htm

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।