জাতীয় পুষ্প – পদ্ম

Print Friendly, PDF & Email
জাতীয় পুষ্প – পদ্ম

National Flower- Lotus

  • পদ্ম ভারতের জাতীয় পুষ্প (Nelumbo Nuci Pera Gaerth )।
  • এই ফুলটি পবিত্র ও প্রাচীন ভারতীয় শিল্প এবং কিংবদন্তীতে একে বিশিষ্ট স্থান দেয়া হয়েছে। অতি প্রাচীন কাল থেকে পদ্মকে ভারতীয় সংস্কৃতিতে মঙ্গল চিহ্ন বলে ধরা হয়।
  • পদ্ম দিব্যত্ব, সম্পদ, জ্ঞান ও বোধোদয়ের প্রতীক ।
  • পঙ্কে জন্ম, কিন্তু সেই পঙ্ক তাকে স্পর্শ করতে পারেনা।
  • পদ্মকে হৃদয় ও মনের পবিত্রতার প্রতীকও বলা হয়ে থাকে।
  • মানুষের আধ্যাত্মিক হৃদয়ও এমনি সকল প্রতিকূলতা হাসিমুখে সহ্য করে। পদ্ম নিরাসক্তির প্রতীক। জল তাকে স্পর্শ করে কিন্তু ভেজাতে পারেনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।