ওঁ শ্রীরাম ভজন – কার্যক্রম

Print Friendly, PDF & Email
ওঁ শ্রীরাম ভজন – কার্যক্রম
কার্যক্রম – “সাই রাম” খেলা

সমস্ত শিশুরা গোল হয়ে দাঁড়াবে। খেলার একজন নেতা থাকবে সেই হবে খেলার বিচারক। গোলের ভিতরের দিকে হাত দুটি প্রসারিত করে তালু খোলা রেখে সব শিশুরা দাঁড়াবে। যখন “সাই” বলা হবে তখন হাতের তালুর সামনের দিক এবং যখন “রাম” বলা হবে তখন তালুর পিছনের দিক দেখাতে হবে। এইভাবে তালুর সামনের দিক এবং পিছনের দিক দেখাতে কোনো শিশু যদি ভুল করে ফেলে সে আউট হয়ে যাবে। যে শিশুটি শেষ অবধি থাকবে সেই জয়ী হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।