চিত্রকলা

Print Friendly, PDF & Email
চিত্রকলা

প্রাচীন যুগের চিত্রকলার নিদর্শন যা আমরা দেখি তা হল ঔরঙ্গাবাদের অজন্তা গুহার প্রাচীরে ফ্রেস্‌কো। অজ্ঞাতনামা বৌদ্ধ চিত্রকরদের অঙ্কিত এই চিত্রগুলি আমাদের জানিয়ে দেয় যে প্রাচীন ভারতে চিত্রকলা কত উন্নত ধরনের ছিল। প্রাচীন যুগের প্রচলিত চিত্রকলা পদ্ধতির মধ্যে কাংড়া উপত্যকা ও রাজস্থানী পদ্ধতির চিত্রকলা সুপ্রসিদ্ধ। মোগল শিল্পীরা পারসিক ভাবধারাকে ভারতীয় চিত্রকলায় আরোপ করেছিল, যেমন তারা করেছিল হিন্দুস্থানী সংগীতে। বৌদ্ধ, হিন্দু ও মোগল শৈলীর চিত্রগুলিতে চিত্রকরদের মধ্যে ধর্মীয় মনোবৃত্তির গভীর প্রভাব লক্ষিত হয়।

জনসাধারণ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান এবং রীতি পালন করে থাকেন, কিন্তু সমস্ত ভারতীয় ধর্ম’ একটি জিনিসই ঐক্যবদ্ধ ভাবে ঘোষণা করে এবং তা হল ঈশ্বর একজন’। সুতরাং হিন্দু মন্দির বা মুসলমানদের মসজিদ বা জৈন মন্দির বা শিখ গুরুদ্বার- সর্বত্রই আমরা যা দেখি তাহ’ল- ভগবানে বিশ্বাস।

ঈশ্বর অনুপ্রাণিত শিল্পকলার- তা সে প্রকৃতিতে বা আবেদনে খ্রীস্টান, হিন্দু অথবা মুসলমান যে সম্প্রদায়েরই হোক না কেন- একটি কথাই বলতে চায়: ঈশ্বর এক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।