পূর্বং রাম শ্লোক – কার্যক্রম

Print Friendly, PDF & Email
পূর্বং রাম শ্লোক – কার্যক্রম
কার্যক্রম – রামায়ণের ছবি সম্বলিত বই প্রস্তুত করা

গুরুরা শিশুদেরকে এই শ্লোকের ওপর ভিত্তি ক’রে ছবি সম্বলিত একটি বই প্রস্তুত করতে বলতে পারেন।

  1. পূর্বং রাম তপো বনাদি গমনং – প্রথম পৃষ্ঠায় রাম, সীতা ও লক্ষণের বনবাসে যাবার চিত্র আটকে তার নীচে ‌শিশুরা এই কথাটি লিখবে।
  2. হত্বা মৃগং কাঞ্চনম্ – সীতা, শ্রীরামকে সোনার হরিণটি ধরে এনে দিতে বলছেন – এই ছবিটি দ্বিতীয় পৃষ্ঠায় আটকে তার নীচে শিশুরা এই কথাটি লিখবে।
  3. বৈদেহী হরণং – রাবণ, সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, এই ছবিটি থাকবে তৃতীয় পৃষ্ঠায় ও তার নীচে শিশুরা এই কথাটি লিখবে, এই ভাবে বিষয়টি চলবে।

বিঃ দ্রঃ

  • পুরোনো খাতার পাতা ব্যবহার ক’রে এই বইটি প্রস্তুত করা যেতে পারে।
  • Tঅভিভাবকের সাহায্য নিয়ে এই কাজটি বাড়িতে করা যেতে পারে । এর মাধ্যমে অভিভাবকেরা শিশুদের সাথে ভালো সময় কাটাতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।