দীপ্তিশীল চিন্তা
রাধা রাধা – কার্যক্রম
দীপ্তিশীল চিন্তা
গুরু: রাধা – কৃষ্ণ – এই বিষয়টি বোর্ডের মাঝখানে লিখবে এবং শিশুদের বলবে।
শিশুদের এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু শব্দ বলতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় – নীল, ময়ূরের পালক, বাঁশী, মথুরা, গোপীকা, ভক্ত, ইত্যাদি। শব্দ গুলি বোর্ডে এবং নোটবুকে লেখা হবে। (কোনো নম্বর দেওয়া হবেনা। শব্দগুলি সাজাতে হবে।) কি শব্দ বা কতগুলি শব্দ আসবে তার কোনো সীমা থাকবেনা।
বিঃ দ্রঃ: শব্দগুলি আসবে শিশুদের থেকে, গুরুর কাছ থেকে নয়। যদি কোনো অপ্রাসঙ্গিক শব্দ এসে থাকে তাহলে “না” বলার পরিবর্তে শিশুকে জিজ্ঞেস করতে হবে “কেন এই শব্দটি এল?”