রঘুকুল ভূষণা

Print Friendly, PDF & Email

Lyrics

Tunes

Meaning

Conversation

Raga

Mandir-version

কথা
  • রঘুকুল ভূষণা রাজীব নয়না
  • ঈশ্বরাম্বা নন্দনা সত্য সাই রামা
  • জানকী বল্লভা লাবণ্য রামা
  • নিরূপম সুন্দর সুগুণাভি রাম
  • প্রশান্তি নিলয়া পাবন ধামা
  • জয় জয় রামা প্রভূ সাই রামা (২)
অর্

রঘুকুল রত্ন, পদ্মলোচন প্রভু রামের জয় হোক। তিনিই ঈশ্বরাম্মার প্রিয় পুত্র প্রভু সত্য সাই রামা। তিনি জানকীর (সীতার) স্বামী, অপরূপ রূপবান প্রভু রাম। অপূর্ব তাঁর গায়ের রঙ ও তিনি পরম ধার্মিক। সেই রামচন্দ্রের জয় হোক, যিনি পবিত্র প্রশান্তিনিলয়মে বাস করেন, যিনি আমাদের প্রভু সাই রামা।

ব্যাখ্যা
রঘুকুল ভূষণ রাজীব নয়না হে প্রভু রাম! রঘুকুলের শিরোমণি! পদ্মের মতন তোমার চোখ, তুমি পরম সুন্দর!
ঈশ্বরাম্বা নন্দনা সত্য সাই রামা হে প্রভু সাই রাম! তুমি সত্যের প্রতিমূর্তি; তুমিই সেই রাম এবার ঈশ্বরাম্মার প্রিয়পুত্র রূপে আবার এসেছ!
জানকী বল্লভা লাবণ্য রামা হে প্রভু রাম, মাতা জানকী তোমার পত্নী! স্বর্গীয় তোমার রূপ,তুমি প্রকৃতির অধীশ্বর!
নিরূপম সুন্দরা সুগুণাভি রামা তোমার সৌন্দর্য্য কল্পনার অতীত! প্রভু রাম তুমি সকল শ্রেষ্ঠ গুণরাশির আধার!
প্রশান্তি নিলয়া পাবন ধামা হে প্রভু সাই রাম! তুমি প্রশান্তি নিলয়মকে তোমার দিব্য আবাস রূপে মনোনীত করেছ এবং তোমার দিব্য স্পর্শে সেই স্থান পরম মঙ্গলময় হয়ে উঠেছে!
জয় জয় রামা প্রভু সাই রামা প্রভু রামচন্দ্রের জয় হোক! প্রভু সাই রামের জয় হোক!

রাগম: মধুবন্তী (হিন্দুস্তানী) ধর্মাবতী (কর্ণাটকী)

শ্রুতি: c# (পঞ্চম)

তাল: কাহারবা বা আদিতাল –৮ মাত্রা।

ভারতীয় স্বরলিপি

Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_13/01MAR15/bhajan-tutor-Raghukula-Bhushana-Rajiva-Nayana.htm

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: