এখানে রাম, ওখানে রাম

Print Friendly, PDF & Email

এখানে রাম, ওখানে রাম

১. নিম্ললিখিত গানটি প্রথমে গুরুরা গাইবেন;
গগনে পবনে আছেন রাম
রাম নামেতেই ভরা এ ভুবন
সকল জীবনে এক ভগবান
একই ঈশ্বর সবার প্রাণ

২. তার পর ছেলে মেয়েদের বলবেন ‘রামের’বদলে ‘কৃষ্ণ’ বলে গানটি করতে।
গানটি এইভাবে গাওয়া হবে;
গগনে পবনে আছেন কৃষ্ণ
কৃষ্ণ নামেতেই ভরা এ ভূবণ
সকল জীবনে এক ভগবান
একই ঈশ্বর সবার প্রাণ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।