সত্যের সর্বজ্ঞতা

Print Friendly, PDF & Email

সত্যের সর্বজ্ঞতা

দুঃখ-দুর্দ্দশায় পীড়িত লোকেদের তিনি সাহায্য করতেন বলে উড়ভকোন্ডার সাধারণ লোকেদের কাছ হতে সত্য শ্রদ্ধা অর্জন করেছিলেন। একবার এক মুসলিমের ঘোড়া হয় কোথাও চলে গিয়েছিল কিংবা কেউ চুরি করেছিল। লোকটি হন্যে হয়ে ঘোড়াটিকে খুঁজছিল। পশুটি ছিল তার রোজগারের একমাত্র উৎস। Omniscience 1এক জায়গা হতে অন্য জায়গায় মালপত্র নিয়ে যাবার গাড়ী ঐ ঘোড়াটি টেনে নিয়ে যেত। চারপাশের মাইলের পর মাইল জায়গা ঘুরে ঘুরেও খুঁজে না পেয়ে লোকটি হতাশ হয়ে পড়লে কেউ একজন তাকে সত্যের কথা বলেছিল। লোকটি একেবারে সত্যের কাছে গিয়ে তার দুঃখের কাহিনী জানাল। সত্য সঙ্গে সঙ্গে তাকে শহর হতে দেড় মাইল দূরবর্তী একটি বাগানে যেতে বললেন। সে সেখানে গিয়ে ঘোড়াটিকে একা একা এবং তার অদৃশ্য হওয়াতে যে অবস্থার সৃষ্টি হয়েছে সে বিষয়ে পুরো উদাসীন হয়ে, ঘাস খেতে দেখতে পেল। এলাকার মুসলিম সমাজের লোকেরা সত্যের ঐ দয়ায় অভিভূত হয়ে গেল এবং তারপর হতে মুসলিম গাড়ী-চালকগন সত্যকে দেখলেই তাদের গাড়ী থামিয়ে তাঁকে স্কুলে নিয়ে যেত কিংবা স্কুল হতে নিয়ে আসত।

মূল্যবান কোন কিছু হারালেই লোকেরা প্রায়‌ই সত্যের কাছে যেত কারণ তারা জানত যে সত্যের অনুভূতি সঙ্গে সঙ্গে ঐ বস্তুগুলোকে পেতে সাহায্য করবে।

একবার এক শিক্ষক তার কলম হারিয়ে ফেলেছিলেন এবং ঐ কলমটি কে নিয়েছে তা প্রকাশ করবার জন্য সত্যকে অনুরোধ করেছিলেন। সত্য তার এক চাকরের নাম বলেছিলেন কিন্তু শিক্ষক সত্যের কথায় বিশ্বাস করতে পারলেন না কারণ ঐ চাকরটি সাধারণতঃ সৎ ছিল এবং তার ঘর তল্লাসি করে কিছুই পাওয়া যায়নি। সত্য কিন্তু বারবার বললেন, যে চাকরটি অনন্তপুরে পাঠরত তার ছেলের কাছে কলমটি পাঠিয়েছে এবং তাঁর কথার সত্যতা প্রমাণ করতে চাইলেন। চাকরটি ছিল অশিক্ষিত, তাই তার কোনও পত্র লেখকের সাহায্যের প্রয়োজন হয়। পত্রলেখক ছেলের কাছে রীতিমাফিক তার স্বাস্থ্যের খোঁজ নিয়ে তারপর লিখেছিল যে, সে যে কলমটি পাঠিয়েছে তা ছেলে পেয়েছে কিনা এবং তা ঠিকমত কাজ করছে কি না! চাকরটির নামে আরও লেখা হয়েছিল যে কলমটির যেন যত্ন নেওয়া হয়, কারণ দামী কলম বলে তা ‘চুরি’ হয়ে যেতে পারে। উত্তরের জন্য একটি ঠিকানা লেখা পোষ্টকার্ড‌ও সঙ্গে পাঠানো হয়েছিল। চারদিনের ভিতর উত্তর এসে গেল যে, কলমটি দিয়ে অপুর্ব লেখা হচ্ছে এবং তাকে সযত্নে রাখা হবে!

এভাবেই সত্যের সর্বজ্ঞতা প্রমাণিত হয়েছিল।

[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: