শীতল চরণম

Print Friendly, PDF & Email

Lyrics

Tunes

Meaning

Conversation

Raga

Mandir-version

কথাঃ
  • শীতল চরণম কোমল চরণম মঞ্জুল চরণম মম গুরু চরণম
  • মৃদুল চরণম অনুগ্রহ চরণম
  • সদগুরু চরণম সদা স্মরামী
  • প্রেম দাতা সাই গুরু নাথা
  • পাবন চরণম সদা ভজামী
অর্থ

আমার সদগুরুর চরণকমল শীতল ও কোমল, তার সুকোমল চরণযুগল কৃপায় পূর্ণ। চল আমরা সবাই ওই চরণকমলের ধ্যান করি এবং আমাদের প্রার্থনা ওই চরণকমলে নিবেদন করি, যে চরণকমল সদাই প্রেম ও করুণা বর্ষন করে।

ব্যাখ্যা
শীতল চরণম কোমল চরণম মঞ্জুল চরণম মম গুরু চরণম আমরা আমাদের পরম সদগুরুর শীতল কোমল মনোরম চরণকমলের প্রতি অনুগত, নিবেদিত প্রাণ।
মৃদুল চরণম অনুগ্রহ চরণম প্রভুর কমনীয় চরণযুগল যা আমাদের করুণায় পূর্ণ করে, আমরা তার প্রতি অনুগত।
সদগুরু চরণম সদা স্মরামী আমাদের সদগুরু, পথ নির্দেশক পরমেশ্বরের চরণকমলে আমরা সর্বদা নিবেদিত প্রাণ।
প্রেম দাতা সাই গুরু নাথা হে প্রভু সাই! আপনি সর্বশ্রেষ্ঠ, পরম সদগুরু এবং অসীম অশেষ দিব্য প্রেম প্রদানকারী।
পাবন চরণম সদা ভজামী আমরা আমাদের পরম প্রভুকে অভিবাদন জানাই, প্রণাম নিবেদন করি এবং সর্বদা প্রভুর পবিত্রতম চরণকমলের মহিমা কীর্তন করি।

রাগ : ইমন বা কল্যাণী

শ্রুতি : C# (মধ্যম)

তাল : কাহার্বা রা আদি তাল – ৮ মাত্রা

ভারতীয় স্বরলিপি

Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_11/01JUL13/bhajan_tutor-sheetala_charanam.htm

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।