শিব (৪) শিরডি পুরীশ্বর

Print Friendly, PDF & Email

Lyrics

Tunes

Meaning

Conversation

Raga

Mandir-version

কথা
  • শিব (৪) শিরডীপুরীশ্বরা শম্ভো শঙ্করা শম্ভো শিবোম
  • ভবহর পুরহর পুত্তাপর্তীপুরীশ্বর শম্ভো শঙ্করা সদাশিবোম
  • ওম শিব (৪) শিরডীপুরীশ্বর শম্ভো শঙ্করা শম্ভো শিবোম
  • কৈলাসচল বাল শিবা, কালকূটধর বাল শিবা
  • কেলীলালস বাল শিবা লীলা তান্ডব বাল শিবা।।
অর্থ

হে শিরডীর প্রভু,আমরা তোমাকে পরমেশ্বর, শম্ভো,শঙ্কর, সাই শিব রূপে পূজা করি। তুমি ভয় দূর করো ও পার্থিব দুঃখ মোচন করো। তোমার নিবাস কৈলাসে এবং তুমি তান্ডব নৃত্যে (দিব্য নৃত্য) পরম পারদর্শী।

ব্যাখ্যা
শিব (৪) শিরডীপুরীশ্বর শম্ভো শঙ্কর শম্ভো শিবোম হে সদা মঙ্গলময় শিব, তুমিই শিরডী সাই রূপে জন্মগ্রহণ করেছিলে! তুমিই আমাদের ওপর স্থায়ী শান্তি ও আনন্দ বর্ষণ করো। তুমিই সেই, সৃষ্টির প্রতিটি কণায় যাঁর ধ্বনি ও প্রতিধ্বনি শোনা যায়।
ভবহর পুরহর পুত্তাপর্তীপুরীশ্বর শম্ভো শঙ্কর সদাশিবোম হে প্রভু শিব, তুমিই পুত্তাপর্তীপুরীর প্রভু! তুমি আমাদের অহংকার বিনাশ করো এবং সাংসারিক ভয় দূর করো ও আমাদের শান্তি প্রদান করো। তুমিই সেই পরমেশ্বর মহাজগতের প্রতিটি কণায় যিনি ধ্বনিত হন।
ওম শিব (৪) শিরডীপুরীশ্বর শম্ভো শঙ্করা শম্ভো শিবোম হে সদা মঙ্গলময় শিব, তুমিই শিরডী সাই রূপে জন্মগ্রহণ করেছিলে! তুমিই আমাদের ওপর স্থায়ী শান্তি ও আনন্দ বর্ষণ করো। তুমিই সেই, সৃষ্টির প্রতিটি কণায় যাঁর ধ্বনি ও প্রতিধ্বনি শোনা যায়।
কৈলাসচল বাল শিবা, কালকূটধর বাল শিবা হে প্রভু শিব! শিশুর মতন পবিত্র হৃদয়ে,তুমি জ্যোতির্ময় রূপে বিরাজ করো। সমগ্র মানবজাতিকে রক্ষা করতে, তুমিই সেই মারণ কালকূট (বিষ) পান করেছিলে। তুমিই সেই, যিনি এখনও আমাদের মঙ্গলের জন্য বহু যন্ত্রণা সহ্য করেন।
কেলীলালস বাল শিবা, লীলা তান্ডব বাল শিবা হে মন্ত্রমুগ্ধকারী শিব! তোমার মহাজাগতিক তান্ডব নৃত্য মহাজগতের সবাইকে আনন্দ দেয়।।

রাগ: মধ্যমাবতী (কর্ণাটকী), মধুমদ সারং (হিন্দুস্তানী)

শ্রুতি: A (পঞ্চম)

তাল: কাহারবা বা আদিতাল– ৮ মাত্রা।

ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি

Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_13/01FEB15/bhajan-tutor-Shirdipureeshwara.htm

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: