শিব শম্ভো – কার্যক্রম

Print Friendly, PDF & Email
শিব শম্ভো – কার্যক্রম
সমবেত কার্যক্রম ঃ শিবের বিভিন্ন নামের তালিকা ও বর্ণনাচিত্র বানানো

মূল্যবোধ স্হাপন: সহযোগীতা ও সহযোগ – স্পৃহা।

প্রয়োজনীয় জিনিস: ১টি চার্ট পেপার, ১টি শিবের ছবি, প্রত্যেকটি দলের জন্য ১টি করে মার্কার পেন।

প্রস্তুতিমূলক প্রচেষ্টা:পুরোনো ক্যালেন্ডার বা ম্যাগাজিন থেকে একটি শিবের ছবি সংগ্রহ করতে হবে। শিশুদের গ্রুপে ভাগ করে দিতে হবে। গ্রুপ লিডার শিবের ছবিটি চার্ট পেপারে আটকে দেবে। একটি বা দুটি শিশু ছবিটির চারদিকে শিবের নামগুলি লিখবে যখন অন্যরা সেই নামগুলি বলবে। যে দল বেশী নাম লিখতে পারবে সেই দল বিজয়ী হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: