সাইলেন্স (নীরবতা) থেকে সাই-লেন্স - Sri Sathya Sai Balvikas

সাইলেন্স (নীরবতা) থেকে সাই-লেন্স

Print Friendly, PDF & Email
সাইলেন্স (নীরবতা) থেকে সাই-লেন্স
উদ্দেশ্যঃ

এই কার্যক্রমের উদ্দেশ্য হল শিশুদের মধ্যে মানসিক শক্তি গড়ে তোলা যাতে তারা কোন বিরক্তিকর/গোলমেলে পরিস্থিতিতে নিজেদের সংযম হারিয়ে না ফেলে।

সহ মূল্যবোধ:
  • আত্ম সংযম
  • ধৈর্য
  • শান্তি
  • নীরবতা
কি ভাবে খেলব
  1. গুরু ক্লাসটিকে দুটি দলে ভাগ করবেন।
  2. “ক” দল থেকে একটি শিশু সামনে এসে শান্ত হয়ে বসবে।
  3. এর পর “খ” দলের শিশুরা এসে শান্ত হয়ে বসে থাকা শিশুটিকে না ছুঁয়ে নানা ভাবে (চুটকী, হাস্যকর ভাব ভঙ্গি ইত্যাদি)
  4. যদি বসে থাকা শিশুটি শেষ পর্যন্ত অন্য শিশুদের দুষ্টুমিতে বিরক্ত না হয়ে শান্ত থাকে তাহলে সে তার দলের হয়ে নম্বর পাবে এবং ওই দলের অন্য একটি শিশু এসে এই জায়গায় বসবে।
  5. কিন্তু, যদি দুষ্টুমিতে বিরক্ত হয়ে মাঝখানে নীরবতা ভঙ্গ করে তাহলে ও খেলা থেকে বাদ পড়বে আর “খ” দল নম্বর পেয়ে যাবে।
  6. এবার “খ” দলের একটি ছেলে সামনে এসে বসবে আর “ক” দলের শিশুরা এসে তাকে বিরক্ত করবার চেষ্টা করবে।
  7. এই ভাবে খেলাটি চলবে আর যে বেশি নম্বর পাবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: <b>Alert: </b>Content selection is disabled!!