Story of Kavi Kalidasa কাহিনী

Print Friendly, PDF & Email

Story of Kavi Kalidasa কাহিনী

সরস্বতী হলেন জ্ঞানের দেবী। যে নিজের চিন্তা, বাক্য ও কর্মকে শুদ্ধ রাখার জন্য সচেষ্ট হয়, যার হৃদয় শুদ্ধ, মন নির্মল, দেবী সরস্বতী তাকেই আশীর্বাদ করেন।

এই কাহিনী সংস্কৃত সাহিত্যের সম্রাট কালিদাসকে নিয়ে। তিনি বুদ্ধিমান হয়ে জন্মগ্রহণ করেননি। বস্তুতঃ তিনি মূর্খ ছিলেন এমনটাও বলা চলে I একবার সেই দেশের রাজা তাঁর রাজ্যের সবচেয়ে নির্বোধ ব্যক্তির খোঁজ করছিলেন। তিনি যাকে খুঁজে পেলেন তাঁর নাম কালিদাস।

কালিদাসকে রাজপ্রাসাদে নিয়ে এসে তার সঙ্গে নিজের কন্যার বিবাহ দিলেন।রাজকন্যা ছিলেন অতীব বিদুষী ও বুদ্ধিমতী। মূর্খ স্বামী পেয়ে তিনি একেবারেই খুশী হলেন না। যাইহোক স্বামীর উন্নতির জন্য তিনি অনেক চেষ্টা করলেন। কিন্তু কালিদাসের অবস্থা খারাপ থেকে আরো খারাপ হতে লাগলো।

শেষকালে একদিন আর সহ্য করতে না পেরে রাজকন্যা কালিদাসকে তার মূর্খতার জন্য অপমান করলেন। কালিদাস খুবই আহত হলেন এবং সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর কখনোই ফিরে আসবেন না। শহর থেকে বেরিয়ে কালিদাস, সোজা দেবী সরস্বতীর মন্দিরে গেলেন। তিনি দেবী সরস্বতীর চরণে প্রণত হয়ে প্রার্থনা করলেন।

তিনি বললেন, “হে মা! আমার মতন একজন ব্যক্তি, যার জীবনের কোনো মূল্য নেই ,তাকে তুমি কেন জন্ম দিলে? আমায় তুমি অন্ততঃ কিছু জ্ঞান বা বিদ্যা কেন দিলেনা ?এই তুচ্ছ জীবনের কি কোনো প্রয়োজন আছে ?তার থেকে তুমি আমার প্রাণ নিয়ে নাও!” এইবলে তিনি তরোয়াল বার করে নিজের মাথা কেটে ফেলতে উদ্যত হলেন। তখন দেবী সরস্বতী তাঁর সামনে আবির্ভূতা হলেন।

কালিদাসের আন্তরিকতা ও নির্মল হৃদয় তাঁকে দয়ার্দ্র করলো। তিনি তাঁকে বিদ্যা ও বুদ্ধি লাভ করো, এইবলে আশীর্বাদ করলেন।, তারপর দেবী তাঁকে বললেন যে, “বাছা, এরপর থেকে তুমি কালিদাস অর্থাৎ কালীর দাস নাম পরিচিত হবে। তুমি আমার কাজ করবে। যায় বাছা, তুমি সর্বজনশ্রদ্ধেয় হবে। “সেই মুহূর্ত থেকে পৃথিবী এক মহা পন্ডিতকে লাভ করলো। তাঁর নাম কবি কালিদাস। তিনি যখন বাড়ী ফিরলেন তখন তাঁর স্ত্রী কালিদাসকে সংস্কৃতে প্রশ্ন করলেন, “তোমার কী প্রাপ্তি হয়েছে?” কালিদাস তখন সংস্কৃত ভাষায় স্বরচিত কবিতা আবৃত্তি করতে লাগলেন তিনি তিনটি সুদীর্ঘ কবিতা আবৃত্তি করলেন। এই কবিতাগুলি প্রত্যেকটাই তাঁর স্ত্রীর প্রশ্নের এক একটি শব্দ দিয়ে শুরু হয়েছিল। এইভাবে সংস্কৃত সাহিত্য চারটি মহান কাব্য লাভে সমৃদ্ধ হলো। এগুলি হলো, কুমারসম্ভব, মেঘদূতম, রঘুবংশম এবং অজাবিলাপম।

দেবী সরস্বতী তাঁর ভক্তদের জননীর মতন স্নেহ করেন। তিনি তাদের জ্ঞান প্রদান করেন এবং তাদের মনের জাড্য দূর করেন।

[Illustrations by Sree Darshine. H, Sri Sathya Sai Balvikas Student.]
[Source: Sri Sathya Sai Balvikas Guru Handbook Group I.]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।