নাগ পঞ্চমী
নাগ পঞ্চমী
নাগ পঞ্চমী হল সর্প উৎসব যা পালিত হয় শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পঞ্চমীতে। এই উৎসব বর্ষা কালে হয় এবং বিশ্বাস করা হয় সর্প দংশনের বর্ধিত সম্ভাবনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই সময় এই উৎসব পালন করা হয়।
নাগ পঞ্চমী নিয়ে নানা রকম কিংবদন্তী আছে। একটি কিংবদন্তী বলে ওই দিন জমিতে হল কর্ষণ করতে গিয়ে একজন চাষী দৈবাৎ কিছু বাচ্চা সাপ হত্যা করে। ওই সাপগুলির মা প্রতিহিংসায় চাষী ও তার পরিবার কে দংশন করে মেরে ফেলে। কিন্তু, তার এক কন্যা তখন নাগ দেবতার কাছে প্রার্থনা করছিল ওই সময়। এই ভক্তি দেখে মা সাপটি মুগ্ধ হয়ে যায় এবং চাষী ও তার পরিবারের রক্ত থেকে বিষ চুষে বের করে নেয়। তখন থেকেই, নাগ পঞ্চমী অনুষ্ঠিত হচ্ছে। এটি বিশ্বাস করা হয়, যে পরিবারে নাগ পঞ্চমী পালন করা হয়, সেই পরিবারের সদস্যদের কখনও সাপে কামড়াবে না।
গরুড় পুরাণ অনুযায়ী এই দিন নাগের কাছে প্রার্থনা করা খুবই শুভ এবং এর ফলে জীবনে আনন্দের বন্যা বহে যায়। এই দিন পূজার পর অভুক্তকে খাওয়াতে হয়।
বিশ্বাস অনুযায়ী সাপের শক্তি মানুষের চাইতে বেশি আর সেই জন্যই শিব, বিষ্ণু ও সুব্রামহ্মনমের সাথে এর যোগ রয়েছে, একটি ভয়ের মাত্রা অন্তর্ভুক্ত থাকার ফলে সমগ্র হিন্দু দেশে কেউটে অথবা গোখরোকে দেবত্ব আরোপ করা হয়েছে।