পদ্মফুল

Print Friendly, PDF & Email
National Flower Lotus

পদ্মফুল

প্রিয় শিশুরা! কল্পনা করে নাও যে তোমরা একটি পুকুরের ধার দিয়ে হাঁটছ। কাছেই একটি মন্দির দেখা যাচ্ছে। সেই পুকুরে অনেক পদ্মফুল ফুটে রয়েছে।পদ্ম মা লক্ষীর খুব প্রিয়। পদ্মের রং গোলাপী। তোমরা জান যে পদ্ম আমাদের জাতীয় ফুল।

তোমাদের হৃদয়ও পদ্মফুলের মতন কোমল ও পেলব। সূর্যকে দেখলে পদ্ম তার পাপড়িগুলি একটি, একটি করে মেলে দেয়। একইভাবে আমরাও আমাদের হৃদয় ঈশ্বরের দিকে মেলে দেব। এটি আমাদের নিরাসক্তি ও শুদ্ধতার শিক্ষা দেয়। পুকুরের বদ্ধ জলে পদ্ম ফোটে। সেখানেই সে নির্মল ও তরতাজা হয়ে ফোটে। তার নালের নীচে যে কাদা থাকে ,সেটি তাকে স্পর্শ করতে পারেনা। সুতরাং ভাল ও নির্মল হৃদয় হবার জন্য পারিপার্শ্বিক কেমন হল সেটা জরুরি নয়। তোমরা দেখবে যে পদ্মপাতায় জলের ফোঁটা পড়ে একদিক থেকে আরেকদিকে গড়িয়ে যায়।এর থেকে আমরা শিখব যে মানুষের আপনার জন হব কিন্ত নিরাসক্ত থাকব।

আমাদের ভাল হতে শিখতে হবে এবং চারপাশে খুশী ছড়িয়ে দিতে শিখতে হবে।

কাজ:

গুরু শিশুদের তাদের কল্পনা থেকে একটি ছবি আঁকতে বলতে পারেন।

[Source: Early Steps to Self Discovery Step – 2, Institute of Sathya Sai Education (India), Dharmakshetra, Mumbai.]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।