সূর্য
সূর্য
শিশুরা! সোজা হয়ে বোস! ধীরে,ধীরে শ্বাস নাও আর ত্যাগ কর। চোখ বন্ধ কর। মনে কর তোমরা চলেছ অগ্নির দেবতা সূর্যকে দেখতে।এটি বিশাল অগ্নিগোলক। এতে লাল,কমলা ও হলুদ রঙ আছে।সূর্যের যত কাছে যাওয়া যায়, তত তার উত্তাপ টের পাওয়া যায়। সূর্যের বেশী কাছে যাওয়া সহজ নয়।
সূর্য আমাদের আলো আর তাপ দেয়। সকালে সূর্যোদয় ও সন্ধ্যায় সূর্যাস্ত আমাদের নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। কেবলমাত্র সূর্যের জন্যই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে।গাছেরা সূর্যের আলোর সাহায্যে তাদের আহার প্রস্তুত করে।
সূর্য পৃথিবীর সবাইকে সমান দৃষ্টিতে দেখে। সূর্য নিঃস্বার্থ এবং সর্বদা দান করছে। আমাদেরও নিঃস্বার্থ হতে হবে এবং সবাইকে সমান ভালবাসতে হবে ও সবার প্রতি সমান যত্নশীল হতে হবে।
তোমরা সূর্যের গতি দেখে উত্তেজিত হও, আসলে কিন্ত পৃথিবীই সূর্যের চারিদিকে আবর্তিত হয়। এবার একই রকম উত্সাহ নিয়ে নিজেদের জায়গায় ফিরে এস। ধীরে, ধীরে চোখ খোল।
সূর্য সবাইকে আলো ও উত্তাপ দেয়। সূর্যের মতন হও। সবাইকে ভালবাস।
কাজ:
এই মানস যাত্রার সময় শিশুরা মনে যা দেখেছে,গুরু তাদের সেটি আঁকতে বলতে পারেন।
[Source : Early Steps to Self Discovery Step – 2, Institute of Sathya Sai Education (India), Dharmakshetra, Mumbai.]