ত্বমেব মাতা শ্লোক – কার্যক্রম

Print Friendly, PDF & Email
ত্বমেব মাতা শ্লোক – কার্যক্রম
কার্যের পাতাগুলি

বালবিকাশ শিশুদের এমন ভিডিও দেখানো যেতে পারে যেখানে সন্তানের প্রতি মায়ের / বাবার ভালোবাসা ফুটে উঠেছে। গুরুরা চাইলে পশুজগতে শাবকের প্রতি পশু মা বা বাবার ভালোবাসার ভিডিও দেখাতে পারেন: অথবা কোনো পশু বিজাতীয় কোনো ছোটো পশুর প্রতি ভালোবাসা / যত্ন দেখাচ্ছে, এমন ভিডিও দেখাতে পারেন। উদাহরণ — হাতী কুকুরকে রক্ষা করছে, বাঁদর ভালুকছানার দেখভাল করছে ইত্যাদি।

আলোচনার জন্য বিবেচ্য কয়েকটি প্রশ্ন দেওয়া হল
  1. ভিডিও দেখতে ভাল লাগলো? কোনটা সবচেয়ে বেশী ভালো লাগলো এবং কেন?
  2. তোমরা কী মনে করো যে কেবল বাড়িতেই আমরা ভালোবাসা পাই? বিদ্যালয়ে আমরা কার কাছ থেকে ভালোবাসা পাই? বিদ্যালয়ে কে আমাদের যত্ন নেয়?
  3. তোমরা কী খেলতে ভালোবাসো? কে খেলাগুলিকে তোমাদের কাছে আকর্ষণীয় করে তোলে?
  4. তোমাদের বন্ধু আছে? তাদের সঙ্গে থাকতে তোমাদের ভালো লাগে? কেন?
  5. তোমরা কী রাস্তা পার হতে ভয় পাও? কখনো কী একা রাস্তা পার হয়েছো?তখন তোমার পাশের কেউ কী তোমায় সাহায্য করেছিল? তুমি কি কাউকে রাস্তা পার হতে সাহায্য করেছো?
  6. সব সময় বাবা -মা ,ভাই বা বন্ধুদের সঙ্গে থাকা কি সম্ভব?
  7. যাকে চেনোনা তার প্রতি কখনো কি ভালোবাসা দেখিয়েছো? কীভাবে ?তাদের সেটা কেমন লেগেছিলো? তুমি কি আনন্দ পেয়েছিলে?
এর থেকে – আমরা কি শিখলাম

গুরু ছেলেমেয়েদের বোঝাবেন যে বাবা-মা ,শিক্ষক,বন্ধু,ভাইবোন,স্বজন পোষ্য ইত্যাদির কাছ থেকে যে ভালোবাসা তারা পায়,তা ঈশ্বরের ভালোবাসা,যা তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে। তেমনি আমরা অন্যকে যে ভালোবাসা দিই তাও ঈশ্বরের ভালোবাসা, যা আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ঈশ্বর আমাদের সবাইকে সমানভাবে এবং নিঃশর্তভাবে ভালোবাসেন। তিনি কখনো মায়ের মতন,কখনো বন্ধুর মতন,কখনো ভাইয়ের মতন করে সেই ভালোবাসা আমাদের ওপর বর্ষণ করেন।

গুরুরা শিশুদের বলতে পারেন স্বামীর জন্য একটি গ্রিটিং কার্ড তৈরী করতে। এইভাবে ক্লাসটি শেষ করা যেতে পারে।

নোট

ইউ টিউব এ ভিডিওগুলি পাওয়া যাবে। গুরুরা অনেক আগে থেকেই ভিডিওগুলি সেখান থেকে নিয়ে রাখবেন। ক্লাসে যাতে কোনো অমনোযোগের কারণ না ঘটে বা ভিডিওগুলি দেখতে গিয়ে যাতে অনর্থক বিলম্ব হয় তার জন্য বালবিকাশ গুরুদের অনুরোধ করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।