নিজের বালিশের নীচে
নিজের বালিশের নীচে
এক ধনী ব্যবসায়ী মন্দিরের এক উৎসবে কোন এক পুণ্যস্থানে গেলেন। তারই পকেট কাটবার অভিপ্রায় নিয়ে এক চোর অনুগামী হল তার কিন্তু সে এমন ভাব দেখাচ্ছিল যেন সেও ওই উৎসবে যোগ দিতে চলেছে। রাতে উভয়েই এক ধর্মশালায় কাটাল। সবাই নিদ্রিত কিন্তু চোরের চোখে ঘুম নেই, সে সর্বত্র ওই ব্যবসায়ী ভদ্রলোকের ব্যাগ খুঁজতে লাগল। প্রভূত চেষ্টায়ও তার সে নাগাল পেল না। সকালে সে বন্ধু হিসাবে ঐ ব্যবসায়ী ব্যক্তিটিকে বলে ফেলল, “এখানে চোর ছ্যাঁচোড় অনেক, টাকা পয়সা নিশ্চয়ই ভাল জায়গায় রেখেছেন।” ব্যবসায়ী বললেন, “তা আর বলতে, গতরাতে টাকার থলি আপনারই বালিশের তলায় রেখেছিলাম, কত নিরাপদে ছিল বলুন ?” বলেই সেটা তিনি ঐ চোরের বালিশের তলা থেকে বের করে নিলেন।
ঈশ্বরই হচ্ছেন প্রকৃত পক্ষে সেই ব্যবসায়ী। থলিতে তিনি আত্মশক্তি, আত্মজ্ঞান আর নিখাদ সুখ মানুষের মাথায় দিয়েছেন কিন্তু মানুষ অজ্ঞান। নিজের বাইরেই সেটা খুঁজে বেড়ায়।
ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং তিনি হলেন করুণার প্রতিমূর্তি.
[Ref: China Katha – Part 1 Pg:188]
Illustrations by Ms. Sainee
Digitized by Ms.Saipavitraa
(Sri Sathya Sai Balvikas Alumni)