বন্দে দেবমুমাপতিং শ্লোক –কার্যক্রম
বন্দে দেবমুমাপতিং শ্লোক – কার্যক্রম
- সম্পূর্ণ অর্থ সহ গুরুরা শ্লোকটি ব্যাখ্যা করবেন।
- গুরুরা শ্লোকের অর্থ থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলি বোর্ডে লিখবেন, যেমন – উমাপতি, দিব্যগুরু, পন্নগভূষণ, সূর্য-চন্দ্র- অগ্নি যাঁর ত্রিনয়ন প্রভৃতি।
- একজন বালককে ভগবান শিবের চরিত্রে অভিনয় করতে হবে (একজন শিশুকে গুরুরা শিবের বেশে সাজানোর জন্য নির্বাচন করবেন) অথবা ক্লাসে ভগবান শিবের একটি ছবি রাখবেন।
- অন্য শিশুরা নিজে নিজে বা দুজন ক’রে বোর্ডে শ্লোকটির গুরুত্বপূর্ণ অংশগুলি ব্যাখ্যা ক’রে সেটি লিখবে । যেমন – “আমি উমাপতির চরণে প্রণাম জানাই, দিব্যগুরু, সকল প্রাণীর প্রভু, নাগ দ্বারা শোভিত, আশীর্বাদ বর্ষণ করুন” প্রভৃতি।
- পরবর্তীতে শিশুরা নিজের নিজে বা দলগত ভাবে ভক্তি সহকারে অভিনয়ের মাধ্যমে শ্লোকটি উচ্চারণ করবে ও ভগবান শিবের ছবিতে তাঁর উদ্দেশ্যে ফুল নিবেদন করবে।
সংক্ষিপ্তকরণ – এই প্রার্থনার মাধ্যমে আনন্দের সাথে সাথে শিশুদের মধ্যে ভগবান শিবের প্রতি ভক্তিভাব জাগ্রত হবে ও তারা ভগবান শিবের গুণাবলী সম্বন্ধে জানতে পারবে। এটি তৃতীয় বর্ষের গ্রুপ ওয়ান শিক্ষার্থীদের পাঠক্রমে থাকায় আলাদা আলাদা ভাবে শিক্ষার্থীদের কাজ অনুযায়ী তাদের দেওয়া যেতে পারে। পরবর্তীতে শিশুরা একসাথে ক্লাসে এই প্রার্থনাটি পাঠ করবে ও ব্যাখ্যা করবে।