নিজের কাজের দিকে লক্ষ্য রাখ

Print Friendly, PDF & Email
নিজের কাজের দিকে লক্ষ্য রাখ
উদ্দেশ্য:

এই খেলাটিতে কথা ও কাজের সামঞ্জস্যের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।
এই দুটির মধ্যে সামঞ্জস্য না থাকলে অন্যদের মধ্যে বিভ্রান্তি তৈরী হয়।

সম্পর্কিত মূল্যবোধগুলি :
  • একাগ্রতা
  • মনঃসংযোগ
  • সজাগ থাকা
প্রয়োজনীয় উপকরণ:

কোনটিই নয়

গুরুর প্রস্তুতি:

কোনটিই নয়

কী ভাবে খেলতে হবে:
  1. গুরু ক্লাসে বোঝাবেন যে তিনি মুখে যেটা বলবেন, তাদের সেই অনুযায়ী হাতের ভঙ্গি করতে হবে, তিনি হাতের যে ভঙ্গি করবেন, সেটি অনুসরণ করা চলবে না।
  2. তিনি আরো ভালোভাবে খেলাটি বোঝাবেন।
  3. গুরু যখন সাইরাম বলবেন তখন তারা দুটি হাত এমন ভাবে তুলবে যাতে হাতের তালু তাদের নিজেদের দিকে থাকে।
  4. আবার গুরু যখন বলবেন রাধেশ্যাম, তখন এমন ভাবে দুটি হাত তুলতে হবে যাতে হাতের তালু বাইরের দিকে ঘোরানো থাকে।
  5. প্রথমে গুরু নাম দুটি একবার এটা পরেরবার অন্যটা, এইভাবে বলবেন।( উদাহরণ — সাইরাম ,রাধেশ্যাম )
  6. কিন্তু ক্রমশঃ তাঁর বলার গতি দ্রুত হবে এবং তিনি এইভাবে বলতে পারেন,সাইরাম ,রাধেশ্যাম ,রাধেশ্যাম, রাধেশ্যাম, সাইরাম ইত্যাদি।
  7. তিনি মুখে যেটা বলবেন, হাতে সেটা দেখাতেও পারেন, নাও দেখতে পারেন। এই ব্যাপারটির ওপর জোর দিতে হবে।
  8. এবার খেলা শুরু হবে। হতেই পারে যে শিশুরা যা শুনছে , বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করছে, যা দেখছে সেটা করছে না !!
  9. এইভাবে খেলা চলবে এবং যারা তাঁর কথা অনুযায়ী কাজ করছে না, তারা একে, একে বাদ পড়ে যাবে। যে শেষ অবধি থেকে যাবে সেই জিতবে !
গুরুদের জন্য কিছু সহায়ক :
  • ক্লাসের আলোচনা — শিশুরা সাধারণতঃ বড় দাদা বা দিদি যা করে সেটাই করে থাকে ( খেলায় যেমন বলা হবে), সুতরাং ছোটদের উপদেশ দেওয়ার আগে নিজেদের কাজ সম্বন্ধে তাদের সতর্ক থাকতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।