জ্ঞান ও আত্মসংযম

Print Friendly, PDF & Email

জ্ঞান ও আত্মসংযম

Cyclist riding without light

অন্ধকার রাতে এক যুবক জনাকীর্ণ পথে সাইকেলে যাচ্ছিল। সাইকেলে আলো ছিলনা, কর্তব্যরত পুলিশ তাকে গাড়ি থেকে নামতে বললেন। লোকটি চিৎকার শুরু করল, “পুলিশ, সাবধান পথ থেকে সরে যাও। আমার গাড়িতে আলো নেই, থামাবার ব্রেক‌ও নেই।” আজ প্রত্যেকের‌ই এই শোচনীয় দুরবস্থা। কোন লোকের‌ই আজ জ্ঞানের আলো নেই। তাদের বিচার বুদ্ধিকে সংযত করার ক্ষমতাও নেই। কিভাবে নিজেকে বা অপরকে আঘাত না করে তারা যাবে আনন্দের পথে। এই সাইকেল চালকের দুটি জিনিস‌ই থাকা প্রয়োজন ছিল। লোকের জ্ঞান ও আত্মসংযম থাকা প্রয়োজন, নইলে আত্মরক্ষার যে সুযোগ সে পেয়েছে তাকে তা খোয়াতে হবে।

Man too has wisdom and Self Control

যখন জ্ঞান দিশা দেখায় তখন আত্মসংযম জীবন যাত্রায় আমাদের সুরক্ষা সুনিশ্চিত করে

 Illustrations by Ms. Sainee
Digitized by Ms.Saipavitraa
(Sri Sathya Sai Balvikas Alumni)

[Ref: China Katha-I, Stories & ; Parables Pg:]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: