জরথুষ্ট্রবাদ

Print Friendly, PDF & Email
জোরাস্ট্রিয়ান ধর্ম—প্রধান প্রধান নীতি
  1. সর্বশক্তিমান এবং বিশ্বজনীন ঈশ্বরের বিশ্বাসঃ
    • আহুর মাজদা হলেন সর্বজ্ঞ এবং সর্বব্যাপী ঈশ্বর- যিনি সৃষ্টিকর্তা এবং পালনকর্তা।
    • সত্য এবং সদাচার রূপে তিনি সকল প্রাণীর অন্তরে বসবাস করেন।
  2. অস্তিত্বের দ্বৈতবাদে বিশ্বাসঃ
    • পৃথিবী ভাল এবং মন্দ শক্তির যুদ্ধক্ষেত্র।
    • ঈশ্বর মিথ্যা এবং মন্দ শক্তিকে দমন করার জন্য নিজের শক্তি ব্যবহার করেন।
  3. জোরাস্ট্রিয়ান ধর্মের প্রধান শিক্ষা গুলি হল, হুমত(Humata), হুখত্‌(Hukhta), হবর্শত(Hvarshta)
    • শুভ চিন্তা, শুভ বাক্য, শুভ কর্ম
  4. পঞ্চভূতের পবিত্রতা রক্ষায় বিশ্বাসঃ

ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম- এই পাঁচটি পঞ্চভূতকে কলুষিত করা চলবে না।

জরথুষ্ট্রবাদ – প্রার্থনা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।