চিত্রাবতীতট
চিত্রাবতীতট
Audio
কথা
- চিত্রাবতীতট বিশাল সুশাস্ত সৌধে,
- তিষ্ঠন্তি সেবকজনান্তবদর্শনাথম্।
- আদিত্যকান্তিরনুভাতি সমস্ত লোকান,
- শ্ৰী সত্য সাই ভগবান তব সুপ্রভাতম্।।
অর্থ
চিত্রাবতী নদীর তীরে, বিরাট সৌধে যেখানে শান্তি ও নীরবতা বিরাজ করছে (প্রশান্তি নিলয়ম্),
সেখানে তোমার সেবকরা আকুল চিত্তে তোমার দর্শনের আকাক্ষা নিয়ে অপেক্ষমান। সূর্যের জ্যোতি পরিব্যাপ্ত হয়ে জগৎ আলোকিত করছে। হে সত্য সাই ভগবান, তোমার জাগরণের আশীষে পবিত্র একটি অপূর্ব প্রভাতের প্রার্থনা জানাই।
Explanation
অনুভাতিজাজ্বল্যমান
চিত্রাবতী | পবিত্র নদী চিত্রাবতী |
---|---|
তট | তীর |
বিশাল | বিরাট |
সুশান্ত | শান্ত |
সৌধে | প্রাসাদে |
তিষ্ঠন্তি | অপেক্ষমান |
সেবকজনা | যারা সেবা করেন |
তব | তোমার |
দর্শনার্থম | দর্শনের জন্য |
আদিত্য | সূর্য |
কান্তি | প্রভা |
সমস্তা | সকল |
লোকা | সকল লোক |
শ্রী সত্য সাই ভগবান | হে প্রভু সত্য সাই |
তব | তোমার জন্য |
সুপ্রভাতম | পবিত্র প্রভাতে প্রণাম |
অন্তর্নিহিত তাৎপর্য্য
প্রত্যেক জীবের চারিপাশে একটি জ্যোতির্বলয় থাকে যা খালি চোখে দেখা যায় না।এই জ্যোতির্বলয়ের রঙ এবং ব্যাপ্তি নির্ভ্র করে ঐ জীবের প্রকৃতির উপর।
এক ধরনের বিশেষ ক্যামেরায় এর ছবি তোলা যায়’।একজন বিখ্যাত বিজ্ঞানী ডঃ বারানোস্কি স্বামির চতুস্পার্শের এই বলয় পর্যবেক্ষ্ণ করে জানান,” স্বামির জ্যোতির্বলয়ের সঙ্গে কোনো মানুষের জ্যোতির্বলয়ের সাদৃশ্য নেই।
তাঁর জ্যোতির্বলয়ের সাদা রঙ (শক্তি) যে কোনো মানুষের দ্বিগুণ,নীল ( আধ্যাত্মিকতা ) রঙের পরিধি অসীম, তারপর আছে গোলাপী(গভীর প্রেম)।তারও পরে আছে সোনালী ও রূপালী প্রভা যা দিগন্ত পর্যন্ত বিস্তীর্ণ।
এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।আমি চলমান প্রেমকে প্রত্যক্ষ করেছি। এই কথাই আমি বলতে চাই।“ দর্শনের সময় সকলে এই দিব্য জ্যোতিতে অবগাহন করেন এবং পবিত্র হন।
ব্যাখ্যা– :
প্রভাত হয়েছে। সূর্য আমাদের অজ্ঞতা রূপ গভীর নিদ্রা হতে জাগরিত করেছে। আমাদের সদগুরু ভগবান শ্রী সত্য সাই বাবা আমাদের জীবনে প্রবেশ করেছেন।
কাম,ক্রোধ,লোভ,মোহ,মদ,মাৎসর্য- এই ষড় রিপু আমাদের মন থেকে ধীরে ধীরে অপসারিত হচ্ছে। আমাদের মন এখন সদগুণ ( সত্যধর্ম শান্তি প্রেম) দ্বারা পূর্ণ হচ্ছে। রাত্রি যখন প্রভাত হয় নিশাচর পোকামাকড়,
পাখি এবং অন্যান্য প্রাণীরা পালিয়ে যায, তারা দিনের আলো সহ্য করতে পারে না। আমাদের দশটি ইন্দ্রিয় এখন ধী শক্তি দ্বারা পরিচালিত, স্বেচ্ছাচারী মন দ্বারা নয়। আমরা এখন অন্নময় কোষ থেকে আরো গভীরে আত্মার দিকে যাত্রা করেছি।
আন্তর তাৎপর্য:
আমার সত্তার দ্যুতিময় দিব্য সত্য আমার চৈতন্য কে আলোকিত করেছে। তোমার দিব্য জ্যোতি তে আমার সত্তা অবগাহন করেছে।
আমার অঙ্গপ্রত্যঙ্গ গুলি যেন তাদের লক্ষ্য পূর্ণ করতে পারে এবং আমার সত্তা থেকে যেন শান্তি বিচ্ছুরিত হয়। ঈশ্বরের দর্শন এক অনন্য অভিজ্ঞতা। প্রখ্যাত বিজ্ঞানী ডঃ ফ্রাঙ্ক বারানোস্কি দেখিয়েছেন যে স্বামির চতুষ্পার্শ্বে এক অপূর্ব জ্যোতির্বলয় দেখা যায়।
কিরিলিয়ান ক্যামেরাতে দিগন্ত পর্যন্ত বিস্তীর্ণ সাদা গোলাপি নীল ও রূপালী রঙের এই বলয় ধরা পড়ে। বারানোস্কি বলেছেন ইতিপূর্বে এইরকম বলয় তিনি কোন মানুষের চতুষ্পার্শ্বে দেখেননি।
পবিত্র ব্যক্তিত্বের দর্শনের আন্তর তাৎপর্য:
দর্শনম্ পাপনাশকম্—- পবিত্র ব্যক্তিত্বের দর্শনে অতীতের সমস্ত পাপের বিনাশ হয়। ডঃ বারানোস্কি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছেন,
তাদের দেহ থেকে তীব্র আলোক রশ্মি নির্গত হয়। দর্শনের সময় ভক্তরা তাঁর দেহ হতে নির্গত প্রেম, শান্তি ও আনন্দের ধারায় স্নাত হয়।