আদায় দিব্য

Print Friendly, PDF & Email
আদায় দিব্য
অডিও
কথা
  • আদায় দিব্য কুসুমানি মনোহরাণি
  • শ্রীপাদপূজনবিধিং ভবদংঘ্রিমূলে
  • কর্তুং মহোৎসুকতয়া প্রবিশন্তি ভক্তাঃ
  • শ্রীসত্য সাই ভগবান তব সুপ্রভাতম্।।।
অর্থ

পবিত্র মনোমুগ্ধকর মনোরম বর্ণের ও গন্ধের পুষ্পসকল শাস্ত্রবিধি অনুসারে তোমার শ্রীপাদপদ্মতলে পূজার জন্য আনীত হয়েছে।
তোমার ভক্তরা আকুলতা ও উৎসাহ নিয়ে উপস্থিত।. তোমার জাগরণের সাথে। সাথে একটি মহিমাপূর্ণ সুপ্রভাতের কামনা জানাই।

ব্যাখ্যা
আদায় নিয়ে আসা
দিব্য দিব্য
কুসুমাণি ফুল সমূহ
মনোহরাণি আকর্ষণীয়
শ্রীপাদ দিব্য পদ
পূজন বিধি শাস্ত্রে উল্লিখিত পূজা বিধি
ভবদ্রংঘিমূলে তাঁর পাদপদ্মে
কর্তুম করা
মহোৎসুকতয়া অতি উৎসাহ সহকারে
প্রবিষন্তি প্রবেশ করছে
ভক্তাঃ ভক্তেরা
অন্তর্নিহিত তাৎপর্য্য

ফুল দিয়ে পূজা করার তাৎপর্য্য: হিন্দু শাস্ত্রে গুরু এবং ঈশ্বরের চরণ ফুল দিয়ে পূজা করা হয়। হয়।বাবা বলেন, ”দিব্য পুষ্প হল সেই সকল গুণ, যেগুলি আমাদের অনুশীলন করা উচিত। এই গুণ গুলি হল অহিংসা, ইন্দ্রিয় নিগ্রহ,সর্বভূতে দয়া, ক্ষমা, শান্তি, সত্য, ধ্যান এবং তপস্।

ব্যাখ্যা:

আমাদের অন্তরে অজ্ঞতারূপ তিমিরের অবসান ঘটে জ্ঞানরূপ ঊষা প্রতীয়মান হয়েছে। আমরা এর জন্য আমাদের সদ্‌গুরু কে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। তিনি আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য সম্বন্ধে ধীরে ধীরে সচেতন করছেন। আমাদের আধ্যাত্মিক যাত্রা তার লক্ষ্য অর্থাৎ শাশ্বত সত্যের দিকে অগ্রসর হচ্ছে’ আমাদের চৈতন্য উচ্চ স্তরে উন্নীত হয়েছে। নাম সংকীর্তন এর মাধ্যমে আমাদের মন পরিশুদ্ধ হয়েছে। আমাদের গুরু স্বয়ং ঈশ্বর, তার সঙ্গে আমরা ঘনিষ্ঠতা অনুভব করছি। আমরা প্রকৃত ফুল দিয়ে তার পাদ পূজা করে তাকে সন্তুষ্ট করতে চাই। এই ফুলগুলি হলো আমাদের অন্তরের আটটি গুণ। প্রকৃতিতে যে ফুল দেখা যায় সেগুলি ধীরে ধীরে শুষ্ক বিবর্ণ হয়ে ঝরে পড়ে কিন্তু এই ফুলগুলি দিনের পর দিন সতেজ সজীব হয়ে পাদ পূজার অমূল্য উপহার হয়ে ওঠে। এই ফুলগুলি অষ্ট পুষ্প নামে অধিক পরিচিত।
এগুলি হল:
অহিংসা—চিন্তা, বাক্য ও কর্মে কোনো রকম হিংসার প্রকাশ না হওয়া।.
ইন্দ্রিয় নিগ্রহ– ইন্দ্রিয় সংযম
সর্বভূতে দয়া– সকল জীবের প্রতি দয়া.
ক্ষমা
শান্তি– দুঃখে সুখে সম মনোভাব
সত্য– যা সকল জীবের মধ্যে বর্তমান
ধ্যান–আমাদের অন্তরস্থ দিব্যত্ব সম্বন্ধে সচেতনতা( নেতিবাচক চিন্তা, বাক্য ও কর্ম ত্যাগ করা)
তপস্‌– চিন্তা, বাক্য ও কর্মে সঙ্গতি রক্ষা করা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: