কৈলাশরাণা

অডিও
কথা
- কৈলাশরাণা শিব চন্দ্রমৌলী
- ফণীন্দ্র মাথা মুকুটী ঝলালী
- করুণ্যাসিন্ধু ভব দুঃখ হারী
- তুঝবিন শম্ভো মঝ্ কোন তারী
অর্থ
ভগবান শিব, যিনি কৈলাশ পর্বতে অধিষ্ঠান করেন, যাঁর ললাটে চন্দ্র অর্থাৎ চাঁদ ও মস্তকে নাগরাজ মুকুট হিসেবে শোভা পায়, যিনি করুণাসাগর ও সকল দ্বিধা দ্বন্দ্বের অপসারণ করেন, তিনি আমাকে রক্ষা করুন । হে প্রভু, আমি আপনার চরণে নিজেকে সমর্পণ করি।
ভিডিও
ব্যাখ্যা
| কৈলাশ | কৈলাশ পর্বত |
|---|---|
| রাণা | প্রভু, মালিক |
| শিব | ভগবান শিব, মঙ্গলের দেবতা |
| চন্দ্র | চাঁদ |
| মৌলি | জটা |
| ফণীন্দ্র | ফণী অর্থাৎ সাপেদের রাজা |
| মাথা | কপাল বা ললাট |
| মুকুটী | তিনি মস্তকে মুকুট ধারণ করেছেন |
| ঝলালী | জ্বলন্ত, যা থেকে জ্যোতি বেরোচ্ছে |
| কারুণ্য | তিনি করুণাময় পরিপূর্ণ |
| সিন্ধু | সমুদ্র |
| ভব দুঃখ হারী | যিনি দুঃখ কষ্ট হরণ করেন |
| তুঝবিনা | আপনি ছাড়া |
| মঝ | আমাকে |
| কোন | কে |
| তারী | রক্ষক,তিনি রক্ষা করেন |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
কার্যক্রম
-
কৈলাসরানা শ্লোক



![অষ্টোত্তর [১-৫৪]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)
















