স্বর্ণহৃদয়
স্বর্ণহৃদয়
অলিভার গোল্ডস্মিথ বলে একজন ইংরেজ লেখক ছিলেন। তিনি অনেক নাটকও লিখেছিলেন এবং তিনি একজন অত্যন্ত সহৃদয় দয়ালু ব্যক্তি ছিলেন। তিনি ছোটদের খুব ভালবাসতেন। সর্বদা দুর্বল, অসহায়কে সাহায্য করতেন। ডাক্তার হয়ে যাতে তিনি ভাল পসার করতে পারেন এজন্য তিনি ডাক্তারি পড়েছিলেন। কিন্তু বাস্তবে তিনি আর শেষপর্যন্ত ডাক্তারি প্র্যাকটিশ করেন নি।
তার কাছাকাছি একজন গরীব মহিলা থাকতেন, তার স্বামী খুব অসুস্থ। তিনি শুনেছিলেন যে গোল্ডস্মিথ ডাক্তারি পড়েছিলেন। তাঁর কাছে এসে বললেন, “স্যার, আমার স্বামীর খুব অসুখ। একজন ডাক্তারকে ডেকে যে স্বামীকে দেখাব, আমার কাছে তেমন পয়সাও নেই। আপনি দয়া করে একবার এসে আমার স্বামীকে দেখবেন?”
গোল্ডস্মিথ এই বৃদ্ধার সঙ্গে তার বাড়িতে গেলেন। দেখলেন, তার স্বামী অত্যন্ত দুর্বল। তিনি লক্ষ্য করলেন ঘরে কোনো আগুন নেই, নেই কোনো খাবার। মনে হয় এরা বহুদিন কিছু খায় নি। এমন কি এই বৃদ্ধের গায়ে দেবার মতন যথেষ্ট কাপড়ও নেই। তিনি বৃদ্ধার সঙ্গে একটু কথা বললেন। চলে যাবার আগে বললেন, “মা, আমি তোমাকে কতকগুলি বড়ি পাঠিয়ে দেব। যেমন ভাবে লেখা থাকবে তেমন ভাবে সেগুলি তুমি ব্যবহার করবে।”
তিনি বাড়ী এলেন এবং একটি ছোট বাক্সে দশটি স্বর্ণমুদ্রা ভরে লিখে দিলেন – এই মুদ্রাটি দিয়ে তুমি দুধ কিনবে, এটি দিয়ে রুটি কিনবে, এটি দিয়ে কয়লা কিনবে – এরকম ভাবে নির্দেশ দিয়ে লিখলেন, শান্ত হও, ধৈর্য ধর, আশা রাখ। বাক্সটি একজন লোককে দিয়ে বৃদ্ধার কাছে পাঠিয়ে দিলেন।
এই বৃদ্ধাটি দেখলেন ডাক্তারি চিকিৎসার চেয়েও এই বাস্তব দানটি তাকে অনেক কেশী সাহায্য করল। কিছুদিনের মধ্যে এই বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন। তারা সময় মতন সাহায্য পাওয়ার জন্য গোল্ডস্মিথকে আস্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এলেন।
প্রশ্নঃ
- গোল্ডস্মিথ কে ছিলেন?
- রোগীটির কি হয়েছিল?
- ডাক্তার কি ওষু্ধ দিলেন?
- গল্পটি থেকে কি শিক্ষা পাওয়া যায়?