ইহুদিবাদ বা ইহুদি ধর্ম

Print Friendly, PDF & Email
ইহুদিবাদ বা ইহুদি ধর্ম

ইহুদি ধর্মের কিছু প্রধান ও লক্ষ্যণীয় বৈশিষ্ট্য নীচে বর্ণিত হল:-

ইহুদি বাইবেল, ওল্ড টেস্টামেন্ট শুরু হয়েছে প্রথম মানব আদম ও তার বংশধরদের গল্পের মধ্য দিয়ে। মানুষকে সৃষ্টি করা হয়েছে ক্রম অনুসারে, এক এক করে, যাতে কোনো মানুষ‌ই অপর মানুষকে বলতে না পারে ” আমার পিতা তোমার পিতার চেয়ে শ্রেষ্ঠ।” মনুষ্য জাতির মধ্যে সমতার ওপর ইহুদি ধর্ম জোর দিয়েছে বা গুরুত্ব দিয়েছে।

এটি একটি একেশ্বরবাদী ধর্মমত, অর্থাৎ, এই মত বিশ্বাস করে যে ঈশ্বর এক। তিনি হলেন সৃষ্টা ও সব ধর্মের উৎস। ইহুদিরা মিশরে ফেরাওদের (মিশরের রাজা) অধীনে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলো। তারা শারীরিক নির্যাতন ও অপমানের শিকার হত। একদিন মোজেস সিনা‌ই পাহাড়ের চূড়ায় উঠেছিলেন একটি জ্বলন্ত গাছের ঝোপকে লক্ষ্য করে, কিন্তু সেই জ্বলন্ত গাছটি জ্বলছিল ঠিকই তবে ভষ্মীভুত হল না। সেখানে তিনি ‌ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলেন, ঈশ্বর তাকে ডাকছেন এবং তাকে বলছেন ইহুদিদের এই দাসত্বের বন্ধন থেকে উদ্ধার করে সেই সমৃদ্ধির রাজ্যে নিয়ে যাও যেখানে কোনো অভাব নেই, যেখানে ‘দুধ’ ‘মধু’ র অর্থাৎ খাদ্য ও সুখশান্তির বন্যা ব‌ইছে। মোজেস ঈশ্বরের নাম জানতে চাইলেন ঈশ্বর উত্তর দিলেন, “আমি যা আমি তাই।” অনেক অসুবিধা অনেক বিপদ অতিক্রম করে ইহুদিরা কোনক্রমে মিশর থেকে পালাতে সমর্থ হল। কয়েক মাস পরে তারা সিনা‌ই পর্বতে পৌঁছোলো। মোসেস পর্বতে উঠলেন ও যেখান থেকে ঈশ্বরের কণ্ঠস্বর তাকে কাছে ডেকেছিলো সেই দিক এগিয়ে গেলেন। ঈশ্বর দুটি পাথরের ফলকে দশটি আদেশ খোদাই করলেন ও তা মোসেসের হাতে তুলে দিলেন। সেই দশটি আদেশ হল:

  1. আমি প্রভু, তোমাদের ঈশ্বর যে তোমাদের মিশর থেকে, দাসত্বের কারাগার থেকে মুক্ত করে এনেছে।
  2. তোমরা আর কোনো দেবতার পূজো করবেনা বা তাদের মূর্তি বা ছবিও তৈরি করবেননা যারা ওপরে স্বর্গে নীচে পৃথিবীতে অথবা পৃথিবীর নীচে জলে রয়েছে।
  3. তোমরা করুণা বর্ষণ করবে তাদের ওপর যারা ঈশ্বরকে ভালোবাসে ও তার আদেশ মেনে চলে।
  4. ব্যর্থ হবার জন্য ঈশ্বরের নাম গ্রহণ করবেনা বা উচ্চারণ করবে না।
  5. তোমরা ছয়দিন কঠিন পরিশ্রম করবে। সপ্তমদিনটি হল প্রভুর, তোমাদের ঈশ্বরের দিন, বিশ্রামের দিন। (মানুষ, পশুপাখি ও সকলের বিশ্রামের দিন)।
  6. তোমাদের মা বাবাকে শ্রদ্ধা করবে। ঈশ্বরের আদেশ পালন করবে এবং তবে তোমরা দীর্ঘজীবী হবে।
  7. তোমাদের কাউকে হত্যা করা উচিত না।
  8. তোমাদের কারো সাথে প্রতারণা করা উচিত না।
  9. তোমাদের চুরি করা উচিত না।
  10. তোমার প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী বহন করা তোমার উচিত না।

অনেকদিন পরে মোসেস যখন আদেশনামা সাথে নিয়ে ফিরে এলেন, তখন লোকেদের মূর্তি পূজো করতে দেখে ভীষণ কষ্ট পেলেন। তাই সে পাথরের ফলকগুলো তাদের দিকে ছুঁড়ে দিলেন এবং সেগুলো ভেঙে চুরমার হয়ে গেলো। মানুষেরা তাদের ভুল বুঝতে পারলো। আবার তিনি ঈশ্বরের কাছে সেই আদেশনামা ভিক্ষা চাইলেন ও ঈশ্বর তার প্রার্থনা মঞ্জুর করলেন। ঈশ্বরের এই দশটি আদেশ বা বাণীতে তিনি তাদের দীক্ষিত করলেন ও সেই আদর্শে শিক্ষিত করে তুললেন, তাদের ঐক্যবদ্ধ করলেন এবং তাদের মধ্যে নৈতিক পুনরুত্থানের উন্মেষ ঘটালেন। তারা রেড সী অতিক্রম করলো এবং যখন তারা ইসরাইলের সীমানা দেখতে পেলো, মোসেস শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মোসেসের শিষ্য জোসুয়ার নেতৃত্বে তারা তাদের মাতৃভূমি ইসরাইলে পৌঁছে গেলো ।

পরবর্তীতে ‘তোড়া’ নামে একটি ব‌ই সংকলিত হয় যাতে ইহুদি ধর্মের আইন ও নিয়মানুবর্তিতার কথা লেখা রয়েছে। পরবর্তী কালে ‘তালমুড’ নামে এই ব‌ইটির বর্ধিত সংস্করণ প্রকাশিত হয়। ইহুদিরা বিশ্বাস করে:

  1. একজন মসিহ, মুক্তিদাতা, ত্রাণকর্তার আবির্ভাবে (একজন দৈব পুরুষ যিনি মানুষকে উদ্ধার করার জন্য পৃথিবীতে আবির্ভূত হবেন)।
  2. (ঈশ্বর) নির্বাচিত বা মনোনীত কিছু মানুষের ধারণায়, যে মানুষদের ওপর দিব‍্য ইচ্ছা পুরণের কর্মভার অর্পণ করা হয়েছে।
  3. সব নিয়ম ও আইন ‘তোড়া’ র অন্তর্ভুক্ত।

ইহুদি ধর্ম এও বিশ্বাস করে যে ঈশ্বরই হল বিচারক, একজন কড়া তত্ত্বাবধায়ক এবং যে কেউ তার আইন অমান্য করলে কঠিন শান্তি প্রাপ্ত হবে। হীব্রুরা মূর্তি পূজায় বিশ্বাস করেনা। তাদের পূজোর স্থলকে বলা হয় উপাসনালয়। ইহুদি আধ্যাত্মিক কর্ণধারদের বলা হয় রাব্বি।

তারা বলেন ঈশ্বর হল সবকিছুর উর্ধ্বে, ঈশ্বর চিরন্তন এবং তিনি কখনোই পরিবর্তিত বা ধ্বংস প্রাপ্ত হন না। তাই নশ্বর পদার্থ দিয়ে তৈরি কোনো রূপ বা আকার কখনই সেই পরমের প্রতিনিধি হতে পারেনা, এধরনের ধারনা বা চেষ্টাই ভুল।

ইহুদিদের মহান আদেশগুলি হল-

  1. তুমি নিজেকে যেমন ভালোবাসো প্রতিবেশীদের ঠিক তেমনই ভালোবাসো।
  2. তোমার হৃদয়ে তোমার ভাইয়ের জন্য যেন কোনো ঘৃণা না থাকে।
ইহুদি ধর্মের প্রতীক

ইহুদি ধর্মাবলম্বীদের প্রতীক হল ম‍্যাগেন ডেভিড, এটি ডেভিডের তারা হিসেবেও পরিচিত।

মেনোরাহ হল ইহুদি ধর্ম বিশ্বাসের প্রাচীনতম প্রতীক গুলির মধ্যে একটি এবং এটা বিশ্বাস করা হয় যে এটা জ্বলন্ত ঝোপের প্রতিনিধিত্ব করছে।

ইহুদি ধর্মের প্রধান উৎসবগুলি

পাসসোভার হল সেই উৎসব যেসময়ে ইহুদিরা মনে করে কিভাবে ইসরাইলের সন্তানেরা দাসত্বকে তাদের পিছনে ফেলে এলো যখন তারা মিশর ত‍্যাগ করতে সমর্থ হল। এটা তাদের আট দিন ব্যাপী একটি প্রধান উৎসব।

রোশ হাশানাহ- ইহুদি নববর্ষ

হানুককাহ- এটা ইহুদিদের আলোর উৎসব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: