গুরুর আশীর্বাদ
জগতগুরু শঙ্করের চার প্রধান শিষ্য ছিলেন। এরা হলেন টোটক, হস্তমালক, সুরেশ্বর ও পদ্মপাদ। পদ্মপাদ গুরু সেবায় ব্যস্ত থাকতেন বেশি, তাই পড়াশোনায় তেমন মনোযোগ দিতে পারতেন না। অন্যান্য শিষ্যরা তাঁকে একটু অবজ্ঞার চোখে দেখতেন। কিন্তু গুরুর প্রতি তাঁর প্রগাঢ় ভক্তি অন্যান্য ক্ষতিকে পুষিয়ে দিত। একবার গুরুর পরিচ্ছদ কেচে তিনি নদীর মধ্যে একটা টিলাতে শুকাতে দিয়েছেন, এমন সময় নদীতে প্রবল বান এল। পা রাখবার মত জায়গাও ছিলনা সেখানে। শুকানো কাপড় তুলতে গিয়ে তাঁর মনে হল যদি গুরু এখনই একটা শুকনো কাপড় চান, তাই আর অপেক্ষা না করেই তিনি সেই প্রবল জলোচ্ছাসের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল গুরুর আশীর্বাদ তাঁকে এ সময় নিশ্চয়ই বাঁচাবে। হললোও তাই। যেখানেই তিনি পা রাখেন সেখানেই শক্ত শতদল ফুটে উঠতে লাগল।
সেই থেকেই তিনি কমলপদ পদ্মপাদ নামে খ্যাত হলেন। গুরু কৃপায় তিনি সর্বশাস্ত্র বিশারদ হয়ে প্রাচীন শাস্ত্রের একজন শ্রেষ্ঠ জ্ঞানী-টীকাকার বলে স্বীকৃত হয়েছিলেন।
গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু
গুরুর্দেবো মহেশ্বরঃ
গুরুর্সাক্ষাৎ পরব্রহ্ম
তস্মৈ শ্রী গুরবে নমঃ
[Source: China Katha – Part 1 Pg:2]
Illustrations by Ms. Sainee &
Digitized by Ms.Saipavitraa
(Sri Sathya Sai Balvikas Alumni)