পবিত্র ফল
এক শনিবার, বাবা ছেলের হাতে টাকা দিয়ে ঠাকুরের পূজার জন্য কলাবাতাসা আনতে বললেন। ছেলেটি সৎ। টাকা দিয়ে কলাবাতাসা কিনে আসতে আসতে পথের ধারে এক বুভুক্ষু মা ও ছেলেকে দেখতে পেল।
ক্ষুধার্ত ছেলেটি কলা দেখে দৌড়াতে লাগল ও মাও তাকে ধরবার জন্য পিছনে পিছনে ছুটতে লাগলেন। কিন্তু অবসন্ন দেহ নিয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। তা দেখে ছেলেটি ভাবল কলাগুলি বাড়ি নিয়ে যাবার চেয়ে এই ক্ষুধার্তদের দেওয়াই ভাল। তাই কলাগুলো সে মা ও ছেলেটিকে দিয়ে তাদের জন্য জল আনতে গেল।
ক্ষুধার নিবৃত্তি হলে তারা ছেলেটিকে নানা ভাবে কৃতজ্ঞতা জানাল। চোখে তাদের তখন আনন্দাশ্রু নেমেছে। খালি হাতে ছেলেটি বাড়ি ফিরে এল।
ছেলেকে খালি হাতে ফিরতে দেখে বাবা জানতে চাইলেন, সে কলাবাতাসা পেয়েছে কিনা। ছেলেটি জানাল কলাগুলো খুবই ভাল ও পবিত্র। ওদের আর পাওয়া যাবে না এখন।
এই কথা বলে ছেলেটি মাতাপুত্রের কাহিনী বিবৃত করল। শেষে বলল বাবাকে, সে ফলের বদলে সুফল নিয়ে ফিরেছে। বাবা বুঝলেন ছেলেটি সত্যই মহৎ কাজ করে এসেছে ও তিনিও তাঁর পূজার সুফল লাভ করেছেন।
সন্তানের প্রতি তাঁর ভালবাসা সেদিন থেকে আরও গভীর হয়ে উঠল। তাঁরা একে অপরের অতীব নিকটবর্তী হয়ে গেলেন।
সৎ কর্মফল দ্বারাই ঈশ্বরকে খুশী করা যায়
[Source: China Katha – Part 1 Pg:5]
Illustrations by Ms. Sainee &
Digitized by Ms.Saipavitraa
(Sri Sathya Sai Balvikas Alumni)