হে শিব শঙ্কর – কার্যক্রম
কার্যক্রম: চিত্রকথা
গুরু শিশুদের ভগবান শিবের পরিবারের চিত্রটি খুব ভালো ভাবে নিরীক্ষণ করতে বলবেন এবং তা থেকে কিছু পয়েন্ট লক্ষ্য করতে বলবেন।
সংকেতঃ
- তাদের মধ্যে সম্পর্ক গুলি লিখতে হবে।
- তাঁদের কার কি বাহন তা লিখতে হবে।
- বাহনদের মধ্যে কোনো পশু ক্ষুধার্ত হলে কোন্ পশুকে ভক্ষন করে।
- কিন্তু এই পশু পাখি গুলি একে অন্যকে ভক্ষন করেনা তা লেখ।
বিঃ দ্রঃ যদি শিশুরা খুব ছোট হয় গুরুরা ছবিটি সম্বন্ধে আলোচনা করবেন।