স্মৃতি শৃঙ্খল
উদ্দেশ্য :
এই খেলাটি শিশুদের মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতা এবং শ্রবণ দক্ষতাকে বিকশিত করার কথা বলে।এগুলি যে কোন শিক্ষণ পদ্ধতির প্রয়োজনীয় অঙ্গ। এটি পরপর শুনে মনে রাখার ক্ষমতাও বাড়ায়।
সম্পর্কিত মূল্যবোধগুলি :
- মনোসংযোগ
- পর্যবেক্ষণ
- একাগ্রতা
- সতর্কতা
- স্মৃতি
- সৃষ্টিশীলতা
প্রয়োজনীয় উপকরণ:
কোনটিই নয়
গুরুর প্রস্তুতি:
কোনটিই নয়
কীভাবে খেলতে হবে
- গুরু বাচ্চাদের গোল করে বসতে বলবেন।
- কীভাবে খেলতে হবে ,গুরু সেটি বাচ্ছাদের বুঝিয়ে বলবেন।
- যে খেলা শুরু করবে’ ,গুরু সেই শিশুটির কাঁধ স্পর্শ করবেন।
- খেলার শুরুতে প্রথম শিশুটি হাতে তালি দেবে (যেমন একটি তালি এবং তুড়ি) এবং নিজের একটি বিশেষ ধারা তৈরী করবে।
- পরের শিশুটি ওই একই ভাবে খেলবে (অর্থাৎ তালি আর তুড়ি দেবে ); তারপর সে নিজের একটি ধারা যোগ করবে।
- এইভাবে খেলাটি চলবে; প্রতিটি শিশু পুরো পদ্ধতিটি করবে এবং নিজে একটি নতুন মুদ্রা যোগ করবে।
- যে শিশু সতর্ক থাকবেনা সে মাঝখানে ভুল করবে এবং খেলা থেকে বেরিয়ে যাবে। যে শেষ অবধি খেলায় টিকে থাকবে সেই জয়ী হবে।
গুরুদের জন্য :
খেলাটিকে আরো মজাদার করে তুলতে বা খেলায় বৈচিত্র্য আনতে, স খেলায় বদল আনা যেতে পারে ; যেমন তালি, তুড়ি , গুনগুন আওয়াজ , জোরে হেসে ওঠা ইত্যাদি (শুধু শোনা যাবে এমন কিছু)
গুরুরা চাইলে এই খেলাটির সঙ্গে বেদের শুরুটা যে শুধু শ্রবণের মাধ্যমেই হয়েছিল, সেই তুলনা নিয়ে আসতে পারেন। শিশুদের বলা যেতে পারে যে সেই কারণেই বেদকে শ্রুতি বলা হয়।