মূল্যবোধ অনুমান
উদ্দেশ্য :
এই খেলাটিতে একটি অনুভূতিকে মনের ছবিতে রূপান্তরিত করতে হবে। পরপর কয়েকটি ছোট,ছোট মানসিক ছবি তাদের মাথায় রাখতে হবে যার সাহায্যে তারা সঠিক ভাবে শব্দটি অনুমান করতে পারে।
সম্পর্কিত মূল্যবোধগুলি:
- একাগ্রতা
- মনোযোগ
- স্মৃতি
- মূল্যবোধের জ্ঞান
প্রয়োজনীয় উপকরণ:
কোনটিই নয়
গুরুর প্রস্তুতি:
কোনটিই নয়
কিভাবে খেলতে হবে
- গুরু তাঁর ক্লাসের বাচ্চাদের জোড়ায় জোড়ায় ভাগ করে দেবেন।
- এক জোড়া শিশুকে নিয়ে তিনি ,কিভাবে খেলতে হবে সেটা দেখিয়ে দেবেন।
- একজন খেলুড়ে আঙ্গুল দিয়ে বড় হাতের লেখায় তার সঙ্গীর পিঠে একটি মূল্যবোধের শব্দ লিখবে ( যেমন শান্তি বা PEACE ); সে কিন্তু মুখে কোন অক্ষর বলবে না।
- এবার তার সঙ্গী তার পিঠে লেখার অনুভূতির ওপর মনোসংযোগ করে শব্দটি অনুমান করার চেষ্টা করবে।
- প্রথমবারে শব্দটি সঠিক চিনতে না পারলে তাকে আরো দুবার সুযোগ দেওয়া যেতে পারে।
- সে কবারের চেষ্টায় শব্দটি চিনতে পেরেছে তার ওপর তার পয়েন্ট নির্ভর করবে। সে ৫ বা ৩ বা ১ পয়েন্ট পেতে পারে।
- এবার ভূমিকা বদল করে যে লিখেছে সে অনুমান করবে আর যে অনুমান করেছিল সে তার সঙ্গীর পিঠে লিখতে পারে।
- খেলাটিকে আরেকটু মজাদার করে তুলতে ,দুই বার খেলা হয়ে যাবার পর বাচ্চাদের সঙ্গী বদল করার অনুমতি দেওয়া যেতে পারে।
গুরুদের জন্য :
- প্রয়োজনে গুরু মূল্যবোধের বাক্য বলে যে লিখছে তাকে সাহায্য করতে পারেন।
- গ্রুপ ২ এর জন্য স্বামীর দুই বা তিন শব্দের বাণী ব্যবহার করা যেতে পারে, যেমন (অন্নম ব্রহ্ম ; সবাইকে ভালোবাস ) ;