শব্দ মালিকা
উদ্দেশ্য :
এই খেলাটি শিশুদের মনোসংযোগ বাড়ায়। এর দ্বারা বাচ্চরা একটি নির্দিষ্ট বিষয়ে অনেকগুলি শব্দের শৃঙ্খল মনে রাখতে শেখে।
সম্পর্কিত মূল্যবোধগুলি :
- মনোসংযোগ
- স্মৃতি
- আত্মবিশ্বাস
প্রয়োজনীয় উপাদানসামগ্রী :
লাগবে না
গুরুদের প্রস্তুতি:
দরকার নেই
কীভাবে খেলতে হবে:
- গুরু বাচ্চাদের গোল করে বসাবেন।
- তিনি এবার ক্লাসে কোন বিষয়ে খেলা হবে সেই বিষয়টি বলবেন ( যেমন : শিব );
- এইবারে খেলাটি কীভাবে খেলতে হবে সেটা গুরু ক্লাসে বুঝিয়ে বলবেন।
- প্রথম শিশুটি শিবের সঙ্গে সম্পর্কিত একটি শব্দ বলবে ( যেমন : শঙ্কর ) ;
- দ্বিতীয় শিশুটি প্রথম শব্দটি বলবে এবং তার সঙ্গে আরেকটি শব্দ যোগ করবে ( যেমন শঙ্কর + কৈলাস ) ;
- তৃতীয় শিশুটি প্রথম দুটি শব্দ বলবে এবং শিব বিষয়ক আরেকটি শব্দ যোগ করবে (যেমন : শঙ্কর + কৈলাস +পার্বতী ) ;
- এইভাবে খেলাটি চলতে থাকবে যতক্ষণ না কোনো শিশু আগের বলা শব্দ বলতে ব্যর্থ হয় অথবা নিজে নতুন শব্দ যোগ করতে ব্যর্থ হয়।