ওঁ সহনাববতু শ্লোক
অডিও
কথা
- ওঁ সহনাববতু সহ নৌ ভুনক্তু
- সহ বীর্যং করবাবহৈ
- তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ।।
- ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
অর্থ
পরমব্রহ্ম আমাদের উভয়কে (আচার্য ও শিষ্যকে) একসঙ্গে পালন করুন। সমভাবে উভয়কে বিদ্যাফল ভোগ করান। সমভাবে দৈবশক্তিতে বলীয়ান হয়ে আমরা যেন সকল কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করি। আমাদের অধ্যয়ন যেন দীপ্ত ও ফলপ্রসূ হয়। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। ওঁর শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।।
এই বৈদিক প্রার্থনা ঘোষণা করছে মহান নীতিসমূহকে- প্রেম ও সৌভ্রাতৃত্ব, পারস্পরিক সমঝোতা ও সহায়তা, শান্তি ও ঐক্যকে। উপনিষদের প্রতিটি পাঠশিক্ষার পূর্বে ছাত্রকে গুরু উপদেশ দিতেন যে বিদ্যা হ’ল সমভাবে উপলব্ধি করার বিষয়, এর ভিতরে যদি শিক্ষক বা শিক্ষার্থীর ভিতর ভুল বোঝাবুঝি হয় কিংবা সামান্যতম ক্রোধ বা অসহিষ্ণুতা দেখা দেয় তবে দাতা, গ্রহীতা ও দান-সমস্তই কলুষিত হয়ে যায়।
ভিডিও
ব্যাখ্যা
সহনাববতু ( সহ+ নৌ+ অবতু) | আমাদের উভয়কে রক্ষা করুন। |
---|---|
সহ | একত্রে |
নৌ | আমাদের উভয়কে |
অবতু | রক্ষা করুন, পালন করুন। |
ভুনক্তু | ভোগ করান |
বীর্যং | শক্তি (দৈবশক্তি) |
করবাবহৈ | সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় |
তেজস্বিনাবধীতমস্তু | আমাদের অধ্যয়ন যেন ফলপ্রসূ হয় (তেজস্বি+ নৌ+ অধিতম্+ অস্তু) তেজস্বী, শক্তিশালী, ফলপ্রসূ, দীপ্ত |
অধিতম্ | অধ্যয়ন |
মা বিদ্বিষাবহৈ | আমরা যেন পরস্পরকে ঘৃণা না করি |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
কার্যক্রম
-
বিশদ পাঠ