সর্বমঙ্গলা শ্লোক-কার্যক্রম
- গুরু সম্পূর্ণ শ্লোকটি অর্থসহ ব্যাখ্যা করবেন।
- শ্লোকের অর্থ থেকে উল্লেখযোগ্য শব্দ বা বাক্যের অংশ বোর্ডে লিখবেন। যেমন- পবিত্র,সকল প্রকার সম্পদ, শিবের সহধর্মিনী, বিষ্ণুর সহোদরা,সাফল্য প্রদায়িনী
- একটি মেয়েকে পার্বতী সাজানো হবে অথবা পার্বতীর ভূমিকায় অভিনয় করতে বলা হবে। পার্বতীর ছবিও ব্যবহার করা যেতে পারে।
- এবার ছাত্র ছাত্রীদের বলা হবে, বোর্ডে লেখা শব্দ বা বাক্যের অংশ দিয়ে নিজের ভাষায় প্রার্থনা লিখতে। দৃষ্টান্তঃ- ক) “হে মাতা, তুমি শিবের সহধর্মিনী,বিষ্ণুর সহোদরা, আমাকে সকল্প্রকার সাফল্য প্রদান কর।“ খ) “হে পবিত্র মাতা,আমি তোমার শরণাগত,আমাকে সকল্প্রকার সম্পদ প্রদান কর।
উপসংহার
এই খেলাটি ছোটদের শ্লোকের অর্থ বুঝতে ও মনে রাখতে সাহায্য করবে।খেলার ছলে তাদের মধ্যে ভক্তির উদ্রেক হবে। নজর রাখতে হবে যাতে কোনো কঠিন শব্দ শিশু মনকে ভারাক্রান্ত না করে। সবশেষে শ্লোকটি পাঠ করতে ও অর্থ বলতে বলা হবে।