সদা সাহায্য করা
উদ্দেশ্য:
চিত্তাকর্ষক ও পারস্পরিক বোঝাপড়া বর্ধক খেলা।
সহ মূল্যবোধ:
সদাচার- সেবা
প্রয়োজনীয় সামগ্রী:
কার্ড
গুরুদের প্রস্তুতিমূলক কাজ:
দুই রকম কার্ড-এক সেট কার্ডে সাহায্য প্রার্থী চরিত্রের ছবি থাকবে, আর এক সেটে সাহায্য করা হচ্ছে এমন ছবি থাকবে।
কি ভাবে খেলবে
- ক্লাসকে দুটি দলে ভাগ করা।
- “ক” দল সাহায্যপ্রার্থী মানুষের ভূমিকায় অভিনয় করবে।
- “খ” দল সহায়ক মানুষের চরিত্রে অভিনয় করবে ।
- “ক” দলের প্রত্যেক সদস্য সাহায্য প্রার্থী চরিত্রের কার্ড নিয়ে মূকাভিনয়ের মাধ্যমে কার্ডে লেখা মানুষটিকে ফুটিয়ে তুলবে।
- “খ” দলের প্রত্যেকটি সদস্য অন্য সেট থেকে কার্ড নেবে এবং “ক” দল থেকে মানুষটিকে খুঁজে বার করবে, কার্ডে দেখানো কাজটি করতে যার সাহায্য প্রয়োজন।
- যেই জোড়া পাওয়া হয়ে যাবে, তখন তারা সহায়ক ব্যক্তি এবং সাহায্যকারী ব্যক্তির চরিত্রে অভিনয় করে দেখাবে।
- এবার দুটি দল তাদের ভূমিকা অদলবদল করতে পারে যাতে “ক” দল সাহায্যপ্রার্থীর অভিনয় করে আর “খ” দল সহায়ক ব্যক্তির।