ভাল দেখা
উদ্দেশ্যঃ
এই কার্যক্রমের লক্ষ্য হল অন্য শিশুদের অনুশীলন করানো অন্যের মধ্যে ভাল দেখতে এবং পরের সমালোচনায় না মেতে উঠতে– যার ওপর ভগবান বাবা বারংবার জোর দিয়েছেন।
সহ মূল্যবোধ:
- ভালবাসা
- প্রশংসা
কি কি সামগ্রী প্রয়োজন:
- কাগজের চিরকুট– প্রত্যেকটিতে এক একটি শিশুর নাম লেখা থাকবে
- বাটি
- বাজনা / ভজন
কি ভাবে খেলব
- গুরু শিশুদের গোল হয়ে বসতে বলবেন।
- তিনি চিরকুটগুলি একটি বাটিতে রেখে, সেটি একটি শিশুর হাতে দেবেন এবং সেই শিশু অন্যকে দেবে– এই ভাবে বাটি ঘুরতে থাকবে।
- বাজনা বেজে চলবে।
- যখন বাজনা থামবে, যার হাতে বাটি থাকবে, সে একটি চিরকুট তুলবে আর নাম পড়বে, যেমন উমা।
- এবার তাকে উমার একটি গুণ বলতে হবে (যেমন–যত্নশীল)
- এবার উমা নামের চিরকুট সরিয়ে দেওয়া হবে এবং বাজনার তালে বাটিটি পুনরায় ঘুরতে থাকবে।
- এই ভাবে খেলা চলবে যতক্ষণ না সবকটি চিরকুট শেষ হয়ে যায় আর প্রত্যেকে বলার সুযোগ না পায়।
- যদি কোন শিশু নিজের নামের চিরকুট তোলে, তাহলে সে তার একটি খারাপ গুণ বলবে (যেমন–রাগ)।
গুরুদের জন্য পরামর্শ
ক্লাসে আলোচনার মাধ্যমে বোঝানো যে অন্যের ভাল গুণ ও স্বভাব অনুকরণ করা বা ভালবাসা জরুরি আর এর মাধ্যমে নিজের খারাপ গুণ বা স্বভাব বদলানো অন্যের সমালোচনা না করে। স্বামী প্রায়ই বলতেন সমালোচনা হল জিহ্বার দ্বারা কৃত অপরাধ।