- ওমকারা রূপিণী জননী মা
- মঙ্গল কারিনী জননী মা
- ওমকারা রূপিণী জননী মা
- গান বিনদিনী জননী মা
- আনন্দ দায়িনী জননী মা
- জননী মা পর্তিশ্বরী মা – ২
ওমকার রূপিণী জননী মা
কথা
অর্থ
হে পর্তিবাসিনী সাই, আপনি আদি ও প্রাচীনতম প্রনব ধ্বণি ‘ওম’ স্বরূপিনী। আপনি আমাদের প্রত্যেককে শুভাশিস ও সুখ শান্তি প্রদান করেন এবং নাম গানই আপনাকে মুগ্ধ ও আনন্দিত করে তোলে।
ব্যাখ্যা
ওমকারা রূপিণী জননী মা | হে দিব্য মাতা! আপনি সনাতন ও আদি শক্তি, এই বিশ্ব ব্রহ্মান্ডের সবকিছুর আপনি উৎস। |
---|---|
মঙ্গল কারিনী জননী মা | হে দিব্য মাতা! সর্ব প্রকার মঙ্গল, শুভত্ব ও ভালত্বের প্রাথমিক কারণ হলেন আপনি। |
ওমকারা রূপিণী জননী মা | হে দিব্য মাতা! আপনি সনাতন ও আদি শক্তি, এই বিশ্ব ব্রহ্মান্ডের সবকিছুর উৎস আপনি। |
গান বিনোদিনী জননী মা | হে দিব্য মাতা! আপনি হলেন সেই যাকে আকুল হৃদয়ে প্রেমপূর্ণ নামগান মোহিত ও আনন্দিত করে তোলে। |
আনন্দ দায়িনী জননী মা | হে দিব্য মাতা! আপনি হলেন সেই যিনি আমাদের ওপর করুণা বর্ষণ করে আমাদের দিব্য আনন্দে পরিপূর্ণ করে তোলেন। |
জননী মা পর্তিশ্বরী মা | হে দিব্য মাতা! আপনি এখন পুট্টাপর্তির পরমেশ্বরী আপনি এখন সত্য সাই |
রাগ: মেঘ (হিন্দুস্থানী) অথবা মধ্যমাবতী (কর্ণাটকী)
শ্রুতি: সি (পঞ্চম)
তাল: কাহারবা বা আদি তাল – ৮ মাত্রা
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_13/01JUN15/bhajan-tutor-omkara-roopini.htm