- শীতল চরণম কোমল চরণম মঞ্জুল চরণম মম গুরু চরণম
- মৃদুল চরণম অনুগ্রহ চরণম
- সদগুরু চরণম সদা স্মরামী
- প্রেম দাতা সাই গুরু নাথা
- পাবন চরণম সদা ভজামী
শীতল চরণম
কথাঃ
অর্থ
আমার সদগুরুর চরণকমল শীতল ও কোমল, তার সুকোমল চরণযুগল কৃপায় পূর্ণ। চল আমরা সবাই ওই চরণকমলের ধ্যান করি এবং আমাদের প্রার্থনা ওই চরণকমলে নিবেদন করি, যে চরণকমল সদাই প্রেম ও করুণা বর্ষন করে।
ব্যাখ্যা
শীতল চরণম কোমল চরণম মঞ্জুল চরণম মম গুরু চরণম | আমরা আমাদের পরম সদগুরুর শীতল কোমল মনোরম চরণকমলের প্রতি অনুগত, নিবেদিত প্রাণ। |
---|---|
মৃদুল চরণম অনুগ্রহ চরণম | প্রভুর কমনীয় চরণযুগল যা আমাদের করুণায় পূর্ণ করে, আমরা তার প্রতি অনুগত। |
সদগুরু চরণম সদা স্মরামী | আমাদের সদগুরু, পথ নির্দেশক পরমেশ্বরের চরণকমলে আমরা সর্বদা নিবেদিত প্রাণ। |
প্রেম দাতা সাই গুরু নাথা | হে প্রভু সাই! আপনি সর্বশ্রেষ্ঠ, পরম সদগুরু এবং অসীম অশেষ দিব্য প্রেম প্রদানকারী। |
পাবন চরণম সদা ভজামী | আমরা আমাদের পরম প্রভুকে অভিবাদন জানাই, প্রণাম নিবেদন করি এবং সর্বদা প্রভুর পবিত্রতম চরণকমলের মহিমা কীর্তন করি। |
রাগ : ইমন বা কল্যাণী
শ্রুতি : C# (মধ্যম)
তাল : কাহার্বা রা আদি তাল – ৮ মাত্রা
ভারতীয় স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_11/01JUL13/bhajan_tutor-sheetala_charanam.htm