- সাই নাম বোল সত্য সাই নাম বোল
- সাই মাধবা সাই কেশবা শ্রী হরি নাম বোল
- আল্লাহ ঈশ্বর ঈশা মসিহা
- বুদ্ধ মহাবীর নাম
- সাই মাধবা সাই কেশবা শ্রী হরি নাম বোল।।
সাই নাম বোল সত্য সাই নাম বোল
কথা
অর্থ
আমাদের প্রিয় প্রভু সত্য সাইয়ের নাম জপ কর। সাই মাধবা, সাই কেশবা এবং শ্রী হরির নাম (সবগুলিই ভগবান বিষ্ণুর নাম), জপ কর। আল্লাহ, ঈশ্বর, যেশু, বুদ্ধ ও মহাবীরের নাম জপ কর।
ব্যাখ্যা
সাই নাম বোল সত্য সাই নাম বোল | সাইয়ের নাম জপ কর! সত্য সাইয়ের নাম জপ কর! |
---|---|
সাই মাধবা সাই কেশবা শ্রী হরি নাম বোল | হে প্রভু সাই! তুমি প্রকৃতির অধীশ্বর! তুমিই কেশি নামক দানবের সংহারক! তুমি আমাদের সকল চিন্তা দূর করো, আমাদের আধ্যাত্মিক পথের সকল বাধা দূর করো! আমরা তোমার নাম জপ করি! |
আল্লাহ ঈশ্বর যেশু মসিহা | আল্লাহ, শিব এবং যীশুর নাম জপ কর! |
বুদ্ধ মহাবীর নাম | বুদ্ধ ও মহাবীরের পবিত্র নাম জপ কর! |
সাই মাধবা সাই কেশবা শ্রী হরি নাম বোল | হে প্রভু সাই! তুমি প্রকৃতির অধীশ্বর! দানব কেশির সংহারক! তুমিই আমাদের চিন্তা ও বাধা দূর করো! আমরা তোমার নাম জপ করি! |
রাগ: দরবারি কানাড়া (কর্ণাটকী), দরবারি (হিন্দুস্তানি)
শ্রুতি: F (পঞ্চম)
তাল: কাহারবা বা আদিতাল–৮ মাত্রা।
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_14/01MAY16/Bhajan-Tutor-Sai-Nam-Bolo-Sathya-Sai-Nam-Bolo.htm