- সাই অবতার যুগ অবতার
- দীন দয়াল সংকট হর
- সাই অবতার যুগ অবতার
- সাই ব্রহ্মা সাই বিষ্ণু
- সাই মহেশ্বর
- সাই অবতার যুগ অবতার
- সত্য সাই প্রেম সাই
- সব ধর্ম কে বাবা সাই
- সাই পরমেশ্বরা
সাই অবতার যুগ অবতার
কথা
অর্থ
হে পরমেশ্বর সাই! হে কলিযুগ অবতার সাই! সৎ ও বিনম্র স্বভাবের মানুষদের আপনি রক্ষা করেন, বিপদ ও বিঘ্ন বিনাশক আপনি। আপনি হলেন ব্রহ্মা (স্রষ্টা) বিষ্ণু (পালন কর্তা) ও মহেশ্বর (অশুভ বিনাশকারী) এবং সমস্ত ভক্তগণের পরম প্রিয় সাই । সব প্রভুদের প্রভু, পরমেশ্বর সত্য সাই, প্রেম সাইয়ের নাম কর যিনি সব সত্য ধর্মমতকে ভালোবাসেন।
ব্যাখ্যা
সাই অবতার যুগ অবতার | প্রভু সাই, পরমেশ্বর কলিযুগ অবতার সাই, তোমাকে প্রণাম। |
---|---|
দীন দয়াল সংকট হর | হে প্রভু সাই! আপনি অত্যন্ত দয়াময়, আপনি এমন একজন যিনি সব বাধা বিনাশ করেন এবং আপনি দীনহীন নিপীড়িত অসহায় মানুষদের উদ্ধার করার জন্য তিনি ছুটে আসেন। |
সাই অবতার যুগ অবতার | হে প্রভু সাই! পরমেশ্বর সাই, যুগাবতারা সাই, তোমাকে প্রণাম । |
সাই ব্রহ্মা সাই বিষ্ণু | হে প্রভু সাই! আপনি সত্যিই ব্রহ্মা, সৃষ্টি কর্তা এবং বিষ্ণু যিনি সমগ্র বিশ্বব্রহ্মান্ডের পালন কর্তা। |
সাই মহেশ্বর | হে প্রভু সাই! আপনি প্রকৃতপক্ষে স্বয়ং শিবও। |
সাই অবতার যুগ অবতার | হে প্রভু সাই! পরমেশ্বর সাই, যুগাবতারা সাই, তোমাকে প্রণাম । |
সত্য সাই প্রেম সাই | হে প্রভু সাই! আপনি সত্যই সত্য স্বরূপ এবং বিশুদ্ধ প্রেম স্বরূপ। |
সব ধর্ম কে বাবা সাই | হে প্রভু সাই! আপনি আসলে সব ধর্মেরই পিতা। |
সাই পরমেশ্বরা | হে প্রভু সাই! আপনি এই বিশ্বব্রহ্মান্ডের পরম প্রভু, পরমেশ্বর। |
রাগ: চারুকেশী
শ্রুতি: G# (পঞ্চম)
তাল: কাহার্বা বা আদিতাল ৮ মাত্রা
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_12/01DEC14/bhajan-tutor-Sai-Avatara-Yuga-Avatara.htm